প্রচ্ছদ জাতীয় খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চায় জামায়াত

খালেদা জিয়ার প্যারোলে মুক্তি চায় জামায়াত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার বিবৃতিতে তিনি বলেছেন, উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্যারোলে মুক্তি দিয়ে বিদেশে পাঠানো উচিত।

আরোগ্য কামনা করে বিবৃতিতে বলা হয়, খালেদা জিয়া গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় তাঁকে তাঁর ইচ্ছানুযায়ী বিদেশে চিকিৎসা গ্রহণের সুযোগ দেওয়া উচিত। বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করা দরকার।

আরও বলা হয়, সুচিকিৎসা পাওয়া খালেদা জিয়ার সাংবিধানিক অধিকার। কালবিলম্ব না করে তাঁকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যাপারে আইনি পদক্ষেপ গ্রহণ করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।