প্রচ্ছদ জাতীয় খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন যিনি

খালেদা জিয়ার আসনে এনসিপির মনোনয়নপত্র নিলেন যিনি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে শাপলা কলি প্রতীকে লড়তে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য এহসানুল মাহবুব যোবায়ের। তিনি এনসিপির কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সেলের সদস্য। রোববার (০৯ নভেম্বর) বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

জানা যায়, তিনি ফেনী-১ (পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়া ও জামায়াতের প্রার্থী সুপ্রিম কোর্টের আইনজীবী এসএম কামাল উদ্দিন, খেলাফত মজলিসের প্রার্থী আজিজ উল্লাহ আহমদী ও ইসলামী আন্দোলনের প্রার্থী কাজী গোলাম কিবরিয়া।

যোবায়েরের ঘনিষ্ঠজনরা জানান, যোবায়ের জগন্নাথ বিশ্ববিদ্যালয় নৃবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছেন। তিনি ফেনীর আল জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদ্রাসা থেকে ২০১৪ সালে দাখিল ও ২০১৬ সালে আলিম পাস করেন।

এহসানুল মাহবুব যোবায়ের জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রচার ও প্রকাশনা সম্পাদক, জগন্নাথ বিশ্ববিদ্যালয় লিও ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, ফেনী জেলা রেড ক্রিসেন্টের আজীবন সদস্যসহ জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সেবামূলক সংগঠনে কাজ করেছেন।

এছাড়াও তিনি ফেনী জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা হিসেবে আছেন। পর্যটন খাতে উন্নয়নের জন্য ২০২৩-২৪ সালে বাংলাদেশ সরকারের পর্যটন করপোরেশনের আওতায় ফেলোশিপ লাভ করেন। বর্তমানে যোবায়ের বায়িং হাউস ব্যবসার সঙ্গে জড়িত। তার বাবা আমিনুল ইসলাম এবং মা রাশেদা আক্তার। তারা দুজনই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত।

এ বিষয়ে জানতে চাইলে এহসানুল মাহবুব যোবায়ের কালবেলাকে বলেন, আমি ফেনী-১ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। বেগম খালেদা জিয়াকে ফেনী-১, বগুড়া-৭ ও দিনাজপুর-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। সেদিক থেকে বগুড়ার আসনটি এনসিপির পক্ষ থেকে ছাড় দেওয়ার একটি প্রাথমিক কথা হয়েছে। আশা করি দল ফেনী-০১ আসনে আমাকে চূড়ান্ত মনোনয়ন দেবে। আমি এ আসনের জনগণের জন্য কাজ করতে চাই।

উল্লেখ্য, বিএনপির দুর্গ হিসেবে পরিচিত ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়া পরপর ১৯৯১, ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালের নির্বাচনে নির্বাচিত হয়েছিলেন। এ ছাড়া বিগত ২০১৮ সালের নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু।

এর আগে ১৯৭৩ সালে আওয়ামী লীগের এবিএম মূসা এ আসনে জয়লাভ করলেও এরপর আওয়ামী লীগ আর জিততে পারেনি। সর্বশেষ ২০২৪ সালের বিরোধী দলবিহীন নির্বাচনে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
সূত্র: কালবেলা