প্রচ্ছদ জাতীয় খবর পেলাম তারা নাকি ৩০০ কোটি টাকা দিয়ে কোন কোন মন্ত্রণালয়ে গাড়ি...

খবর পেলাম তারা নাকি ৩০০ কোটি টাকা দিয়ে কোন কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন অভিযোগ করেছেন, উপদেষ্টারা নিজেদের ‘আখের গোছানোর’ কাজ করে রাখলেও, দেশের শিক্ষাব্যবস্থার উন্নতির জন্য টাকা নেই বলে অজুহাত দেওয়া হচ্ছে।

রবিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে এমপিওভুক্ত শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে একাত্মতা জানিয়ে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনসিপি নেত্রী প্রশ্ন তোলেন, যে সরকার ছাত্র-জনতা এবং শিক্ষকদের রক্ত ও ত্যাগের বিনিময়ে ক্ষমতায় এসেছে, তারা আজ জনগণের বিরুদ্ধে কেন দাঁড়িয়েছে? খবর পেলাম তারা নাকি ৩০০ কোটি টাকা দিয়ে কোন কোন মন্ত্রণালয়ে গাড়ি কিনছেন। অথচ শিক্ষকদের বেতন-ভাতা বাড়ানোর কথা বললেই তাদের কাছ থেকে শুনতে হয় সরকারের টাকা নেই।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, শিক্ষকদের মাত্র ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা এবং ৫০০ টাকা চিকিৎসাভাতা বাড়ানোর দাবিটুকুও যদি অন্তর্বর্তী সরকারের কাছে চাওয়া লাগে, তবে তাদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন ওঠে।

কোটা সংস্কার আন্দোলনের পর গণঅভ্যুত্থানে এই সরকার গঠিত হলেও একটি শিক্ষা কমিশন গঠনে সরকারের ব্যর্থতার তীব্র সমালোচনা করেন সামান্তা শারমিন। তাঁর মতে, শেখ হাসিনার আমলে শিক্ষাব্যবস্থা যে ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছিল, তা ঠেকিয়ে দেওয়ার জন্য শিক্ষা কমিশন গঠন জরুরি ছিল।

বর্তমান শিক্ষা উপদেষ্টার সমালোচনা করে তিনি বলেন, তিনি শিক্ষক হয়েও শিক্ষকদের অবহেলার জায়গা বোঝেননি। মাইলস্টোন ট্র্যাজেডির পর তাঁর কর্মকাণ্ড এবং সব পক্ষের অভিযোগ—তিনি কাউকে সময় দিতে চান না।

“গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তার সব উপদেষ্টাকে সবসময় অ্যাভেইলঅ্যাবল থাকতে হবে… কিন্তু তারা নিজেদেরকে অনেক বড় কিছু মনে করেন, হয়তো তারা বড় কিছু কামিয়েছেন। এজন্য তারা আমাদের প্রান্তিক শিক্ষকদের মূল্যায়ন করতে রাজি হন না।”

এনসিপি নেত্রী শিক্ষকদের প্রতি সংহতি জানিয়ে বলেন, জাতীয়করণ দূরে থাক, ২০ শতাংশ বাড়িভাড়া ও চিকিৎসা ভাতার মতো মৌলিক দাবি জানাতে ঢাকায় আসায় শিক্ষকদের মারধর করা হয়েছে। তিনি বলেন, এনসিপি শিক্ষকদের পাশে আছে এবং থাকবে, এবং সরকারকে এই দাবি পূরণ করতেই হবে।

এর আগে সকালে এমপিওভুক্ত শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এবং দুপুরে অর্থ মন্ত্রণালয়ের আহ্বানে তাঁদের একটি প্রতিনিধিদল সচিবালয়ে বৈঠক করে।

সূত্র: জনকণ্ঠ