
ক্ষমতা হস্তান্তর নিয়ে চলমান নানা আলোচনা ও জল্পনার মধ্যেই স্পষ্ট অবস্থান জানালেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি পুনর্ব্যক্ত করেছেন, নির্ধারিত সময় অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী ফলাফল ঘোষণার পরই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার।
মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের দুই সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক আলবার্ট গোম্বিস ও মর্স ট্যানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। আলোচনায় তিনি স্পষ্ট করে জানান, নির্বাচন ও ক্ষমতা হস্তান্তরের বিষয়ে অন্তর্বর্তী সরকার তার অঙ্গীকারে অটল রয়েছে।
নির্বাচনের সময়সূচি নিয়ে কোনো ধরনের অনিশ্চয়তার সুযোগ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘কে কী বলল, তা বিবেচ্য নয়। নির্ধারিত ১২ ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। একদিন আগেও নয়, একদিন পরেও নয়।’ তাঁর এই বক্তব্যে নির্বাচন ঘিরে চলমান সংশয় অনেকটাই কেটে যাবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
প্রফেসর ইউনূস আরও জানান, আসন্ন নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে। নির্বাচনকালীন সময়ে অন্তর্বর্তী সরকার সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা হবে। কোনো ধরনের পক্ষপাত বা প্রশাসনিক প্রভাব ছাড়াই নির্বাচন পরিচালনা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।
সূত্র: জনকণ্ঠ










































