প্রচ্ছদ হেড লাইন ক্ষমতায় এলে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমান: টুকু

ক্ষমতায় এলে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমান: টুকু

বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, সবচেয়ে বড় সমস্যা বেকারত্বের সমস্যা। শিক্ষিতরা ঠিকমতো চাকরি পায় না। আগামীতে বিএনপি যদি আল্লাহর রহমতে ও জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, তবে দেশে ১ কোটি কর্মসংস্থানের ব্যবস্থা করবেন তারেক রহমান।

গতকাল রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় টাঙ্গাইল শহরের আশেকপুর এলাকাবাসীর উদ্যোগে তারেক রহমান ষোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে গণসংযোগে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সুলতান সালাউদ্দিন টুকু বলেন, ‘জাতির সামনে তারেক রহমান ৩১ দফা উপস্থাপন করেছেন। বিএনপি ক্ষমতায় এলে ঘরে ঘরে একটি করে ফ্যামেলি কার্ড দেওয়া হবে। কার্ডটি মায়েদের নামে থাকবে। সেই কার্ডের মাধ্যমে প্রতিমাসে টাকা বা সমপরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস পাবে।

যাতে মায়েরা সংসার চালাতে পারেন এবং সংসারে সম্মানিত হন।’

এসময় টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, জেলা যুবদলের আহ্বায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সদস্য সৈয়দ শহীদুল আলম টিটু, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী ও শফিকুর রহমান খান শফিক, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজ করিম ও জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির প্রমুখ উপস্থিত ছিলেন।