প্রচ্ছদ জাতীয় কোরবানির ঈদেও যেভাবে মিলতে পারে দীর্ঘ ছুটি

কোরবানির ঈদেও যেভাবে মিলতে পারে দীর্ঘ ছুটি

জাতীয়: মুসলিম সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব ঈদুল আজহায়ও মিলতে পারে দীর্ঘ ছুটি। আগামী ১৭ জুনকে সামনে রেখে পবিত্র ঈদুল আজহার প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশে।

সেই হিসাবে ঈদের সম্ভাব্য ছুটি ১৬ -১৮ জুন। এর আগে ১৪ ও ১৫ জুন শুক্র ও শনিবার। সব মিলিয়ে এবারের ঈদে সরকারি চাকরিজীবীদের ছুটি হবে কমপক্ষে পাঁচ দিনের। তবে এ ছুটি আরো দীর্ঘ হতে পারে।

প্রতিবার ঈদের আগে ছুটি বাড়ানোর জন্য আবেদন করেন সরকারি চাকরিজীবীরা। এবারো সেই আবেদন করলে এবং তা কার্যকর হলে বাড়তে পারে ছুটির দিন। এছাড়া চাকরিজীবীরা শুক্র ও শনিবারের সরকারি ছুটি ও ঈদের ছুটির সঙ্গে নৈমিত্তিক ছুটি নিলে মিলবে টানা ছুটি।

গত বছরের ঈদুল আজহাতে ৫ দিনের ছুটি পেয়েছিল কর্মজীবীরা। চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদ্‌যাপন করা হবে তা নির্ধারণ করা হয়।

আরবি চান্দ্র বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদ্‌যাপন করে মুসলিম সম্প্রদায়ের মানুষজন। গেল ঈদুল ফিতরে টানা নয়দিনের সরকারি ছুটি পেয়েছিলেন সরকারি চাকরিজীবীরা।