রাজনৈতিক কোটায় নয় মেধার ভিত্তিতে সাকিব আল হাসানকে জাতীয় দলে নেয়া হয়েছে। এমনকি এ বছরের বাকি টেস্টেও তিনি খেলবেন বলে আশাবাদী প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। তবে ক্রিকেটারদের রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার জন্য বোর্ড ও রাজনৈতিক দলের নীতিমালা থাকা উচিত বলে মনে করেন তিনি।
স্কোয়াড ঘোষণার একদিন পর গণমাধ্যমের মুখোমুখি প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন। সংবাদ সম্মেলনের বড় অংশ জুড়ে সাকিব আল হাসান। গণঅভ্যুত্থানের সময় সাকিবের নিরব ভূমিকায় হতাশ হয়েছিল ছাত্র-জনতা। সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছে সমালোচনা, শুনতে হয়েছে তীর্যক মন্তব্য এমনকি ট্রলও। তবে নির্বাচকদের কাছে রাজনৈতিক কোটা নয়, মেধাই প্রথম কথা।
প্রধান নির্বাচক গাজী আশরাফ বলেন, তার যে অ্যাডজাস্টেবিলিটি ইন ডিফেন্স ফরমেট অব ক্রিকেট, পাকিস্তানের বিপক্ষে তার রেকর্ড সবকিছু মিলিয়েই তিনি যাচ্ছেন। তার সিলেকশনটা হয়েছে খেলার মেধার ওপরে।
সাকিবের চোখের সমস্যা দীর্ঘদিনের। ওয়ানডে ও টি টোয়েন্টি বিশ্বকাপে যথেষ্ট ভুগেছেন। ব্যাটিং-এ সমস্যার কথা জানে না নির্বাচক কমিটি।
প্রধান নির্বাচক বলেন, আমাদের মেডিকেল কমিটি থেকে এমন কোনো দিক নির্দেশনা পাইনি যে তার চোখের সমস্যার কারণে তাকে দলভুক্ত করা যাবে না।
সাকিব যুগ যে এতো তাড়াতাড়ি শেষ হচ্ছে না তাও নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক। শুধু পাকিস্তান সিরিজ না, চলতি বছর হতে যাওয়া সবগুলো টেস্টেই থাকছেন তিনি। তবে ক্রিকেটারদের রাজনীতিতে যোগ দেবার বিষয়ে নতুন করে ভাবার সময় এসেছে বলে মত গাজী আশরাফের।
গাজী আশরাফ হোসেন আরও বলেন, একটি রাজনৈতিক দলেরও কি উচিত কোনো জাতীয় দলের খেলোয়াড়কে দলে টেনে নেয়া রাজনীতি করার জন্য। সে কারণে বোর্ডের যদি একটি দিক নির্দেশনা থাকে তাহলে ভালো হয়। তাহলে কোনো খেলোয়াড় রাজনীতিতে যাওয়ার আগে চিন্তা করবেন যে তার প্রায়োরিটি কোথায়।
টেস্ট সিরিজটা রাওয়ালপিন্ডি থেকে শুরু হওয়ায় আশাবাদী টিম ম্যানেজমেন্ট। ফ্ল্যাট উইকেটে খেলে ব্যাটাররা ফর্মে ফেরার সুযোগ পাবেন। তবে পাকিস্তানি পেসারদের সামর্থ্য নিয়ে ক্রিকেটারদের সতর্ক করলেন গাজী আশরাফ।
জাতীয় দলের সাবেক এ অধিনায়ক আরও বলেন, ভুলে গেলে চলবে না, পাকিস্তানের বোলিং অ্যাটাকের দিকে তাকালে দেখা যাবে তা যথেষ্ট শক্তিশালী।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |