অন্যরকম: মডেল ও ব্রান্ড প্রমোটর বারিশ হক ও উদ্যোক্তা রুবাইয়াত ফাতিমা তনি। দেশের দুই পরিচিত মুখ। তাদের ভক্ত ও ফলোয়ারের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি একটি টকশোর আয়োজন করে দেশের একটি টেলিভিশন চ্যানেল। আঁধারে আলোর প্রয়োজন, সংকটে প্রয়োজন সম্ভাবনা। কেমন হওয়া উচিৎ উদ্যোক্তা ও ব্রান্ড প্রমোটর সম্পর্ক। মূলত এসব নিয়ে কথা বলতেই আলোচনার আয়োজন হয়। সেখানেই তর্কযুদ্ধে অংশ নেন বারিশ হক ও ফাতিমা তনি। একজন আরেকজনের দিকে অভিযোগের তীর ছুড়ে মারেন।
এবার, বারিশা হক’কে এক হাতে নিলেন রুবায়েত ফাতেমা তনি। বলেছেন, আমি সুগার ডেডিকে বিয়ে করেছি তো আপনার কি? আমার স্বামীকে সুগার ডেডি বলার আগে আপনি নিজে দেখুন কোন ব্যাটাকে আপনি পুষেন কি না! লাইভে এসে এভাবে বারিশাকে এক হাতে নিলেন রুবায়েত ফাতেমা তনি। সম্প্রতি আরজে নিরবের এক টকশতে গিয়ে বারিশা হক’কে বলতে শুনা যায়, আমি যদি সুগার ডেডি বা টাকার লোভে বুড়া লোককে বিয়ে করতাম তাও কথা হতো। নাম না নিয়ে তনিকে এমন কথা বলেছেন বলে মন্তব্য করেছেন অনেকে।
এই বিষয়টি চোখ এড়ায়নি তনির। তিনি জানিয়েছেন, আপনি কোন সাহসে আমরা স্বামীকে সুগার ডেডি বলেন? আমার স্বামীর এডুকেশন সর্ম্পকে আপনার কোন ধারনা আছে? আর আমি যদি সুগার ডেডি বিয়ে করতাম,তাহলে আমাকে কাপড়ের ব্যবসা করতে হতো না। আপনার থেকে আমার পরিচিতি হাজার গুন বেশি। আপনার থেকে অনেক গুন বেশি মানুষ আমাকে চিনে। আমি নিজে ইনকাম করে আমার নিজের পরিচিতি গড়ে তুলতে পেড়েছি। আর আমার স্বামীর টাকায় আমি যদি চলতাম তাহলে আমি এভাবে ব্যবসা করতাম না।
এটা খুবই হাস্য কর যে, আপনি আমার স্বামীকে সুগার ডেডি বলছেন। প্রসঙ্গগত, আরজে নিরবের এক টকশতে হাজির হয়েছিল বারিশা হক ও তার স্বামী। সেখানে নাম না নিয়ে সুগার ডেডি বলায় ক্ষিপ্ত হয়েছেন তনি। তাই লাইভে এসে এক হাতে নেয় বারিশা হককে ৷ তবে তাদের দন্দের সৃষ্টি আই চ্যানেলের এক টকশকে কেন্দ্র করে। আর সেই দন্দের মধ্যেই বারিশা হকের স্বামী এক বাজে মন্তব্য করে বসে। সেখানে তনির স্বামীকে বলেছেন তিনি রাতে তবলা বাজাতে পারেন না। যা নিয়ে তিনি আরজে নিরবের টকশতে এসে ক্ষমা ও চেয়েছেন।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |