ঘটনাবহুল জীবন তার। স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হারিয়ে কঠিন এক বাস্তবতার মুখোমুখি হন তিনি। জীবন সংগ্রামের নানা সব কঠিন অধ্যায়। রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও ইচ্ছের বিরুদ্ধে হাল ধরতে হয় দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি’র। রাজনীতিতে এসেই করেন বাজিমাত। হন তিনবার প্রধানমন্ত্রী।
বিএনপিকে ভাঙার অপচেষ্টা কিন্তু কম হয়নি। দক্ষতা আর আপোসহীন নেতৃত্বে তিনি সামলে নিয়েছেন। এমনকি এক-এগারোর সময় তাকে তো জোর করে বিদেশ পাঠানোর চেষ্টাও হয়েছিল।
নীতি আর আদর্শে অটল বেগম খালেদা জিয়াকে নানান কূটচাল দমাতে পারেনি। হ্যাঁ, বেগম খালেদা জিয়া এমনই। যাকে ভুল ও সাজানো মামলায় কারাগারে পাঠানো হলেও তিনি সায় দেননি কোনো দফা-রফায়।
পতিত স্বৈরশাসক হাসিনার কথায় তখন আদালত চলত। কিন্তু খালেদা জিয়া ছিলেন বরাবরই আইনের প্রতি শ্রদ্ধাশীল। বর্ণাঢ্য অভিজ্ঞতার এই মানুষটিকে নিয়ে বিস্তারিত জানতে পাঠক ও দেশ-বিদেশের মানুষের তুমুল আগ্রহ এবং কৌতূহল। জানতে চান তিনি কি আগের মতো সক্রিয় হচ্ছেন? কী ভাবছেন দেশ-রাজনীতি নিয়ে। তারেক রহমান কি দেশে ফিরছেন? কী বলছেন এ নিয়ে খালেদা জিয়া। স্বৈরাচারী শাসক শেখ হাসিনা তাকে প্রায় পঙ্গু করে দিয়েছেন। নানা অসুখ-বিসুখে ক্লান্ত খালেদা জিয়া কেমন আছেন এখন।
ছাত্র-জনতার অভ্যুত্থানে ভারতে পালানো হাসিনা তো আইনি দোহাই দিয়ে তাকে একবারো অনুমতি দেননি বিদেশ যাওয়ার। খালেদা জিয়া কি এখন তাহলে দেশের বাইরে যাচ্ছেন? গেলে কবে নাগাদ যেতে পারেন।
অতিসম্প্রতি গুলশানের ফিরোজায় বেগম খালেদা জিয়া ও মানবজমিন-এর প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর ঘণ্টাব্যাপী আলাপচারিতায় উঠে আসে নানা বিষয়।
তা নিয়েই এবারের জনতার চোখের চমক- ‘কেমন আছেন খালেদা জিয়া’।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |