
হেড লাইন: দীর্ঘ ৪৪ বছর কারাগারে থাকা এবং তিন দশকে ২৬ আসামির ফাঁসি কার্যকর করা আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২৪ জুন) ভোরে রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহাদ আলী জানান, জল্লাদ শাহজাহানকে অসুস্থ অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

গত বছরের ১৮ জুন বেলা ১১টা ৪৬ মিনিটে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন জল্লাদ শাহজাহান। কিন্তু জীবনের চার দশকেরও বেশি সময় কারাভোগ করে মুক্তির ভালো ছিলেন না তিনি। এক আলাপে ছোট ও বড়পর্দার জনপ্রিয় অভিনেতা ফারুক আহমেদকে এমনটাই জানিয়েছিলেন আলোচিত এই জল্লাদ। এ ব্যাপারে এদিন বিকেল সাড়ে ৫টার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুকে একটি পোস্ট দেন অভিনেতা ফারুক। পোস্টে জল্লাদ শাহজাহানের সঙ্গে পরিচয়ের সূত্রপাত তুলে ধরে তার সঙ্গে আলাপচারিতার কিছু অংশ উল্লেখ করেন তিনি। একই সঙ্গে তার মৃত্যুতে শোক জানান এ অভিনেতা।

ফারুক আহমেদ তার পোস্টে লিখেছেন, ‘এ বছর বই মেলায় কিংবদন্তী পাবলিকেশন’স থেকে তার (শাহজাহান ভূঁইয়া) লেখা একটা বই প্রকাশ হয়েছিল। বইটির নাম “কেমন ছিলো জল্লাদ জীবন”। মেলার কিংবদন্তী প্রকাশনীতে আমার লেখাও একটি বই ছিল। বই মেলার প্রায় ১৫ দিন আমি কিংবদন্তী স্টলে বসেছি। জল্লাদ শাহজাহানের সঙ্গে আমার কিংবদন্তীর স্টলেই পরিচয়।’
