
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে কুষ্টিয়ায় পরীক্ষাকেন্দ্রের আশপাশে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (৯ জানুয়ারি) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেন।
প্রশাসন সূত্রে জানা গেছে, পরীক্ষা শুরুর এক ঘণ্টা আগে থেকে শুরু করে পরীক্ষা শেষ হওয়ার পরবর্তী এক ঘণ্টা পর্যন্ত এ আদেশ কার্যকর থাকবে। এ সময় পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে সব ধরনের সভা-সমাবেশ ও জনসমাগম নিষিদ্ধ থাকবে। পরীক্ষার সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪ ধারার আওতায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে অবস্থান, মিছিল, সভা-সমাবেশ, লাঠি বা অস্ত্র বহন নিষিদ্ধ থাকবে। একই সঙ্গে পরীক্ষাকেন্দ্রের আশপাশে ফটোকপি মেশিন ও কম্পিউটার পরিচালনা এবং সংশ্লিষ্ট দোকানপাট খোলা রাখাও নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মোবাইল ফোন, ক্যামেরাসহ যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহনের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
প্রসঙ্গত, শুক্রবার (৯ জানুয়ারি) বিকেল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলায় মোট ১৬টি কেন্দ্রে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।







































