অনলাইন মেটাভার্সে ভার্চ্যুয়াল রিয়েলিটি গেম (ভিআর গেম) খেলার সময় এক ব্রিটিশ কিশোরীর অবতারকে (নিজের ডিজিটাল চরিত্র) ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগ উঠেছে। বলা হচ্ছে, এটি এমন ধর্ষণের প্রথম মামলা। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
অভিযোগকারী ওই কিশোরীর বয়স ১৬ বছর। সে ভার্চ্যুয়াল রিয়েলিটি হেডসেট পরে ভিআর গেমটি খেলছিল। তখন তাকে দলবদ্ধ ধর্ষণ করে একদল অজ্ঞাত একদল পুরুষ।
ভুক্তভোগী ওই কিশোরী জানিয়েছে, ভার্চ্যুয়ালি ধর্ষণের কারণে সে শারীরিক কোনো আঘাত কিংবা ক্ষতির শিকার হয়নি। তবে বাস্তবে ধর্ষণ হওয়ার মতো মানসিক আঘাত বা ট্রমার ভেতর দিয়ে তাকে যেতে হয়েছে।
এ মামলার বিষয়ে অবগত এক পুলিশ কর্মকর্তা ডেইলি মেইলকে বলেন, খানে ভুক্তভোগীর ওপর একটি মানসিক এবং মানসিক প্রভাব পড়েছে যা যেকোনো শারীরিক আঘাতের চেয়ে দীর্ঘমেয়াদী।
যদিও যুক্তরাজ্য সরকার বলছে, এ মামলা হয়তো যুক্তরাজ্যের বিদ্যমান আইনে বিচার করা সম্ভব হবে না। কারণ এ আইনে যৌন নির্যাতন করতে হলে স্পর্শ করার বিষয়টি থাকতে হবে।
ভার্চ্যুয়াল মাধ্যমে ধর্ষণের অভিযোগকে সমর্থন জানিয়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি বলেন, ওই কিশোরী যৌন নির্যাতনের শিকার হয়ে মানসিক আঘাত পেয়েছে। এটি বাস্তব ঘটনা নয় বলে সহজেই খারিজ করে দেওয়া যেতে পারে। কিন্তু ভার্চ্যুয়াল পরিবেশের বিষয়টা হলো, ব্যবহারকারীরা এতে অবিশ্বাস্যভাবে নিমগ্ন থাকে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |