প্রচ্ছদ হেড লাইন কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

হেড লাইন: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কাফনের কাপড় পাঠিয়ে বিএনপি নেতা অকিল উদ্দিন ভূঁইয়াকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোববার (৩১ মাচ) ভোরে উপজেলার গোদনাইলে তার বাসার সামনে হুমকি দিয়ে কে বা কারা কাফনের কাপড়, সাবান, আতর, আগরবাতি রেখে গেছে। বাসার সামনে রেখে যাওয়া প্যাকেটে লেখা রয়েছে, ‘অকিল তুই দুনিয়া থেকে বাহির হ, এই লও, প্রস্তুত থাক’। অকিল উদ্দিন ভূঁইয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ঢাকা বিভাগীয় ট্যাংক লরি মালিক সমিতির সভাপতি।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবু বকর সিদ্দিক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে তদন্ত চলছে।’জানা গেছে, গোদনাইল বার্মাস্ট্যান্ড এলাকায় অবস্থিত পদ্মা ওয়েল কোম্পানির ডিপো। এখান থেকে নয় হাজার লিটার ধারণক্ষমতার ১২৭টি ট্যাংক লরি ঢাকা বিমান বন্দর টার্মিনালে জ্বালানি তেল সরবরাহ করে। প্রভাশালী কয়েকজন কোম্পানিকে পাঁচ লাখ টাকা জামানত দিয়ে বিশ হাজার লিটার ধারণ ক্ষমতার ট্যাংক লরি চালুর পাঁয়তারা করছে।

এটি চালু হলে সাধারণ পরিবহন ব্যবসায়ী, চালক ও শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হবে বলে গত শনিবার সমিতির এক সভায় জানানো হয়। পাশাপাশি জ্বালানি তেল পরিবহনে বিশৃঙ্খলার আশঙ্কা করে ওই সভায় ক্ষোভ প্রকাশ করেন অকিল উদ্দিন ভূঁইয়া। এ বিষয়ে অকিল উদ্দিন ভূঁইয়ার ভগ্নিপতি শরিফুজ্জামান বলেন, ‘ভোরে মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বাসায় যাই। সকাল ৭টায় বৃষ্টির পর বাসার সামনে কাফনের কাপড়ের প্যাকেটটি পাওয়া যায়। সাধারণ ব্যবসায়ীদের পক্ষে নেতৃত্ব দেওয়ার কারণে যে কেউ এটি করতে পারে।’ পদ্মা ওয়েল কোম্পানি লিমিটেডের চট্টগ্রাম প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (অপারেশন্স) আসিফ মালিক কালবেলাকে বলেন, ‘ট্যাংক লরির ধারণ ক্ষমতা পরিবর্তনের কোনো সিদ্ধান্ত হয়নি। তাই বিশৃঙ্খলা হওয়ার সুযোগ নাই।’

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।