প্রচ্ছদ জাতীয় কাউন্সিলরদের ডেকে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, অভিযোগ আমিনুলের

কাউন্সিলরদের ডেকে হুমকি দিয়েছেন ক্রীড়া উপদেষ্টা, অভিযোগ আমিনুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্যসমাপ্ত নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলেছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক এবং বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক আমিনুল হক।

মঙ্গলবার পল্টনের হ্যান্ডবল স্টেডিয়ামে জিয়া আন্তঃভলিবল টুর্নামেন্ট উদ্বোধনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরাসরি নির্বাচন প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন এবং কাউন্সিলরদের ডেকে নিয়ে ভয়ভীতি দেখিয়েছেন।

আমিনুল হক বলেন, “আমার প্রধান উদ্বেগ হলো সরকারি হস্তক্ষেপ এবং ক্রীড়া উপদেষ্টার সরাসরি প্রভাব। তাঁর হস্তক্ষেপের প্রতিটি ঘটনার প্রমাণ রয়েছে। আমি শুনে বিস্মিত হয়েছি যে ক্রীড়া উপদেষ্টা ব্যক্তিগতভাবে বিভিন্ন কাউন্সিলরকে ডেকে নিয়ে হুমকি দিয়েছেন, তাঁদের ভোট দিতে চাপ সৃষ্টি করেছেন। অনেক কাউন্সিলর আমাকে ফোন করে এ বিষয়টি জানিয়েছেন।”

তিনি আরও অভিযোগ করেন, “ক্রীড়া উপদেষ্টা কার্যত বিসিবিকে নিজের ব্যক্তিগত প্রতিষ্ঠানে পরিণত করেছেন। তিনি প্রকাশ্যে বলেছেন যে, যে কোনো মূল্যে বুলবুল ভাইকে সভাপতি করবেন। এটি কোনো ব্যক্তির প্রতিষ্ঠান নয়—বাংলাদেশের ক্রিকেট সবার।”

বিসিবির নির্বাচনে সোমবার সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু বিতর্ক তৈরি হয়। ‘নির্বাচন ফিক্সিং’ ও সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে তামিম ইকবালসহ ২১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন।

আমিনুল হক বলেন, “পুরো নির্বাচন প্রক্রিয়াই বিতর্কিত। জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের কাছে কাউন্সিলর মনোনয়নের চিঠি পাঠানো থেকে শুরু করে নির্বাচন পর্যন্ত সবকিছুই প্রশ্নবিদ্ধ। আর্থিক লেনদেনের অভিযোগও আমার কাছে এসেছে। যারা এমন লেনদেনের মাধ্যমে বোর্ড পরিচালক হন, তাঁদের হাতে দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কী হবে—এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।”

তিনি আরও জানান, হাইকোর্টে চলমান একটি মামলার রায়ের ওপর নির্বাচনের বৈধতা নির্ভর করছে। “যদি হাইকোর্ট ওই চিঠিটিকে অবৈধ ঘোষণা করে, তবে এই নির্বাচনের পুরো প্রক্রিয়াই বাতিল হয়ে যেতে পারে,” বলেন আমিনুল হক।

সূত্র: জাগো নিউজ