প্রচ্ছদ জাতীয় কর্মসূচি ব্যর্থ, নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিল আওয়ামী লীগ

কর্মসূচি ব্যর্থ, নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিল আওয়ামী লীগ

জাতীয়: দলের নেতাকর্মীদের নতুন নির্দেশনা দিয়েছে আওয়ামী লীগ। নেতাকর্মীদের ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে দলের পক্ষ থেকে।

সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে এ নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়েছে, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দের প্রতি নির্দেশনা।

ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা থেকে বিরত থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের পরিকল্পনা ও কথোপকথন, আন্দোলন সংগ্রামের ছবি, নিজেদের বর্তমান লোকেশন (অবস্থান) এবং নিজেদের ব্যবহৃত ফোন নম্বর দেওয়া থেকে বিরত থাকুন।

গত ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর পর থেকে তিনি ভারতে অবস্থান করছেন।

শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে দলের ফেসবুক পেজে নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়ে আসছে আওয়ামী লীগ।

ক্ষমতাচ্যুত হওয়ার পর গত রবিবার প্রথমবার কোনো কর্মসূচি ঘোষণা করেছিল আওয়ামী লীগ। রবিবার রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের নূর হোসেন চত্বরে ‘বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারে’ সবাইকে সমবেত হওয়ার ডাক দেয় তারা। তবে সে কর্মসূচি ব্যর্থ হয়েছে আওয়ামী লীগের।

দুই এক স্থানে ঝটিকা মিছিল ছাড়া কোথাও নেতাকর্মীদের জমায়েত হতে দেখা যায়নি।

সূত্র : কালের কণ্ঠ