প্রচ্ছদ সারাদেশ করাচিতে জরুরি অবতারণ করলো বাংলাদেশের বিমান, নেপথ্যে যে কারণ

করাচিতে জরুরি অবতারণ করলো বাংলাদেশের বিমান, নেপথ্যে যে কারণ

সারাদেশ: সৌদিআরবের জেদ্দা থেকে ছেড়ে আসা চট্টগ্রামমুখী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট পাকিস্তানের করাচিতে জরুরি অবতরণ করেছে। এতে ফ্লাইটটি চট্টগ্রামে পৌঁছতে চার ঘণ্টা দেরি হয়েছে। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার (৪ ডিসেম্বর) ফ্লাইটের এক যাত্রী অসুস্থ হয়ে পড়ায় এ ঘটনা ঘটে। এতে বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটটি চারর ঘণ্টা দেরিতে বিমানবন্দরে অবতরণ করে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, বাংলাদেশ বিমানের বিজি-১৩৬ ফ্লাইটে ফারজানা নামে এক নারী অসুস্থ হয়ে পড়েন। এজন্য ফ্লাইটটি করাচি বিমানবন্দরে জরুরি অবতরণ করে। পরে ওই নারী ও তার শিশুসন্তানকে করাচি নামিয়ে দিয়ে ফ্লাইটটি আবার চট্টগ্রামের উদ্দেশে রওনা করে।

তিনি আরও জানান, অসুস্থ হয়ে পড়া নারী ও শিশুটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামার কথা ছিল। বিমানবন্দর সূত্রে জানা যায়, বাংলাদেশ সময় মঙ্গলবার (৩ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ৩৫ মিনিটে জেদ্দা থেকে ফ্লাইটটি যাত্রা করে। পরে ভোর সোয়া ৫টার দিকে সেটি পাকিস্তানের করাচির জিন্নাহ বিমানবন্দরে জরুরি অবতরণ করে। সকাল ৯টায় এটি চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা থাকলেও করাচিতে জরুরি অবতরণের কারণে চার ঘণ্টা বিলম্বে দুপুর ১টার দিকে অবতরণ করে।

সূত্র : Channel 24

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।