আর্ন্তজাতিক: মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট পদে লড়ছেন তামিলনাড়ুর মেয়ে কমলা হ্যারিস। তাঁর বাবা ডোনাল্ড হ্যারিস জ্যামাইকান, আর মা শ্যামলা গোপালন ভারতীয়। নির্বাচনে কমলার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় ৫ নভেম্বর শুরু হয়েছে ভোটাভুটি। প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট পদপ্রার্থী কমলা জো বাইডেনের উত্তরসূরি হতে পারবেন কিনা, তা নির্ধারণ করবেন আমেরিকার নাগরিকরা। তবে দীর্ঘ ১৫ বছর আগে কমলাকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছিলেন বলিউড অভিনেত্রী মল্লিকা শেরাওয়াত। অভিনেত্রী স্পষ্ট বলেছিলেন, ‘কমলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।’
বলিউডে সাফল্য পাওয়ার পর একবার কমলার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল অভিনেত্রীর। তিনি কমলার সঙ্গে দেখা করে ফেরার পর তৎকালীন টুইটারে লেখেন, ‘দারুণ লাগল কমলা হ্যারিসের সঙ্গে দেখা করে। লোকে বলেন এই মহিলা একদিন আমেরিকার প্রেসিডেন্ট হবেন।’
এটা যে সময়ের কথা, তখন কমলা ছিলেন সান ফ্রান্সিসকোর ডিস্ট্রিক্ট অ্যাটর্নি। এরপর কমলার চরিত্রের প্রতি অনুপ্রাণিত হয়ে একটি ছবি করেন মল্লিকা। সেটা ২০১১ সাল, সিনেমাটির নাম ‘পলিটিক্স অব লাভ’। অভিনেত্রী বলেন, ‘আমি আমার এই ছবির চরিত্রটির জন্য অনুপ্রেরণা নিয়েছিলাম কমলা হ্যারিসকে দেখে।’ এত বছর পর মল্লিকার কথা সত্যি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত বিভিন্ন রাজ্যের প্রাপ্ত ফলাফলে এগিয়ে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তবুও দেখা যাক শেষ পর্যন্ত কী হয়!
সূত্র: independent24
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |