বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। নেটিজেনদের মধ্যে তিনি এক নামেই পরিচিত। সম্প্রতি ঢাকার বাইরে গিয়ে অসহায় মানুষদের নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন তার ফেসবুক পেজে। পোস্টে অন্যান্য কন্টেন্ট ক্রিয়েটরদের ওপর ক্ষোভ প্রকাশ করতেও দেখা গেছে তাকে।
তৌহিদ আফ্রিদি লিখেছেন, ‘আসসালামুয়ালাইকুম। আজ আমি দক্ষিণবঙ্গে গিয়ে সেখানকার পরিস্থিতি এবং সেখানকার মানুষের অবস্থা দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। খুব ইচ্ছা করছে আজ নিজের কিছু ক্ষোভ প্রকাশ করতে।’
তিনি বলেন, ‘আমাদের এত কন্টেন্ট ক্রিয়েটর, এত মানবতার ফেরিওয়ালা, যারা সব সময় কথা দেয় মানুষের জন্য কাজ করবে, মানুষের পাশে থাকবে, কই কাউকে তো দেখলাম না আমাদের এই দক্ষিণবঙ্গের অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়াতে। পাবলিক ফান্ড বন্ধ তাই এখন মানুষের পাশে দাঁড়ানোও বন্ধ হয়ে গেছে?’
তিনি লিখেন, ‘কন্টেন্ট বানিয়ে তো সবাই অনেক টাকাই ইনকাম করেন, তো সেখান থেকে কিছু টাকা দিয়ে মানুষকে সাহায্য করা যায় না? সব সময় কি মানুষের টাকায় মানবতার ফেরিওয়ালা হওয়া লাগে?’
তিনি বলেন, ‘যাদের কারণে আজ আপনারা এত দূর, যাদের জন্য আজ আপনাদের এত জনপ্রিয়তা, তাদেরকে কি একটু স্বার্থ ছাড়া ভালোবাসা যায় না? তাদের পাশে কি একটু স্বার্থ ছাড়া সাহায্যের হাত বাড়িয়ে দেয়া যায় না?’
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |