প্রচ্ছদ সারাদেশ কনে রেখেই বিয়েবাড়ি থেকে পালালো বরপক্ষ, জানা গেল কারণ

কনে রেখেই বিয়েবাড়ি থেকে পালালো বরপক্ষ, জানা গেল কারণ

ভোলার লালমোহনে যৌতুকের টাকা ও স্বর্ণালঙ্কার না পেয়ে কনের বাড়িতে হামলা চালিয়েছে বরপক্ষ। এতে কনে পক্ষের চারজন আহত হয়েছেন। পরে খাল সাঁতরে ও নৌকায় পালান বরপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে লালমোহন উপজেলার ঘোলপাড় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কনের বাবা, মা, বোন ও চাচা। তারা বর্তমানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

কনের ফুফু মমতাজ বেগম বলেন, গত ঈদুল ফিতরে সালেহা বেগমের সঙ্গে মো. রুবেলের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় বরপক্ষ যৌতুক হিসেবে ২ লাখ টাকা ও ২ ভরি স্বর্ণের দাবি করে। বৃহস্পতিবার বরপক্ষ কনেকে নিয়ে যেতে আসে। কথা ছিল, ৫০ জন অতিথি আসবেন। কিন্তু তারা আসে ৬৫ জন। বাড়ির ছোটরা গেট সাজিয়ে রাখে। কিন্তু বরপক্ষ আসতেই ক্ষিপ্ত হয়ে ওঠে। দাবি তোলে, কনে নিতে হলে আগে পুরো যৌতুক দিতে হবে।

তিনি আরও বলেন, কনের বাবা সময় চাইলে ছেলের বাবা বলেন, বিড়ির টাকা বাকি থাকলেও কনেকে নেওয়া হবে না। এরপরই উত্তেজনা ছড়ায়। বরের বড় ভাই মো. হাসান গেট ও চেয়ার ভাঙচুর করেন। তাদের সঙ্গে থাকা আরও ৮-১০ জন কনে পক্ষের লোকজনকে চেয়ার দিয়ে মারধর করেন। পরে তারা খাওয়া-দাওয়া না করেই খাল সাঁতরে ও নৌকায় করে সটকে পড়েন।

এ বিষয়ে বর মো. রুবেল বলেন, আমি পেছনে ছিলাম। গেটে কী হয়েছে জানি না। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।