
খুলনার ডুমুরিয়া উপজেলায় এক মসজিদের ইমাম খুতবা শেষে সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক নেতা ওসমান হাদীর সুস্থতা কামনায় দোয়া করায় তার চাকরি বাতিল করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার জুমার নামাজ শেষে দোয়ার সময় ওই ইমাম ওসমান হাদীর দ্রুত আরোগ্য কামনা করে মোনাজাত করেন। এ সময় কিছু মুসল্লি ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যরা এতে অসন্তোষ প্রকাশ করেন। পরবর্তীতে মসজিদ কমিটির জরুরি বৈঠকে ইমামের বিরুদ্ধে “মসজিদকে রাজনৈতিকভাবে ব্যবহার” করার অভিযোগ এনে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।
ইমাম দাবি করেন, তিনি কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয়, একজন অসুস্থ মুসলমান হিসেবে মানবিক দৃষ্টিকোণ থেকে দোয়া করেছেন। তিনি বলেন, “ইসলামে অসুস্থ ব্যক্তির জন্য দোয়া করা নিষিদ্ধ নয়। আমি কোনো দল বা ব্যক্তির পক্ষে প্রচার করিনি।”
এদিকে মসজিদ পরিচালনা কমিটির এক সদস্য জানান, মসজিদকে রাজনীতি-মুক্ত রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে এলাকাবাসীর মধ্যে মতভেদ দেখা দিয়েছে। অনেকেই এটিকে ধর্মীয় স্বাধীনতার ওপর হস্তক্ষেপ হিসেবে দেখছেন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনার ঝড় তুলেছে। অনেকে ইমামের পক্ষে অবস্থান নিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।












































