
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাম্প্রতিক বৈঠকগুলোতে তার পাশে থাকা উপদেষ্টাদের ঘিরে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। সাংবাদিক ও কলামিস্ট আনিস আলমগীর আজ এক স্ট্যাটাসে মন্তব্য করেছেন যে, বিএনপি যেখানে দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে সরব, সেখানে ড. ইউনূস তাদের পাশেই রাখছেন, যা একটি ‘স্পষ্ট বার্তা’ দিচ্ছে।
আনিস আলমগীর তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘বিএনপি দুই উপদেষ্টার পদত্যাগ চেয়ে গলা ফাটালেও ড. ইউনুস কানেই তুললেন না। ঢাকায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে পাশে রাখলেন আসিফ মাহমুদ, আর এবার লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসে পাশে রাখলেন খলিলুর রহমান।
‘
তিনি আরও যোগ করেন, ‘এ যেন স্পষ্ট বার্তা—’তোদের চাওয়া নয়, আমারই পছন্দে খেলাটা চলবে!”
আনিস আলমগীর তার এই মন্তব্যের মাধ্যমে প্রশ্ন তুলেছেন, ‘একবার আসিফ চাল, পরেরবার খলিল চাল। এই চালের মাধ্যমে বদ্দা আসলে বিএনপিকে কি মেসেজ দিতে চায়?’