প্রচ্ছদ সারাদেশ এমপি আনার হত্যায় সরাসরি জড়িত আরো দুইজনের সন্ধান

এমপি আনার হত্যায় সরাসরি জড়িত আরো দুইজনের সন্ধান

দেশজুড়ে :ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ড নিয়ে জানা গেল নতুন তথ্য। এ হত্যাকাণ্ডে জড়িত আরো দুইজন ভারতে আছে। তারা সরাসরি হত্যাকাণ্ডে অংশ নিয়েছিল।

শনিবার রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান ডিবি পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ।

তিনি জানান, চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে এখন পর্যন্ত ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আমরা জড়িতদের দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়েছি।

হারুন অর রশিদ আরো জানান, এ ঘটনায় আমরা অযথা কাউকে ডাকছি না, হয়রানি করছি না। ঘটনার সঙ্গে জড়িত কাউকে ছাড় দিচ্ছি না।

গত ১২ মে ঝিনাইদহের কালীগঞ্জ থেকে কলকাতায় যাওয়ার পরদিন রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনবারের এমপি আনোয়ারুল আজীম আনার। ৮ দিন পর তার খুনের খবর প্রকাশ্যে আসে। হত্যার পর তাকে কেটে টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়েছে। তবে এখনো মরদেহের সন্ধান পায়নি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

আনার হত্যাকাণ্ডে এরই মধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কেউ কেউ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।