
দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য স্বস্তির খবর দিল সরকার। নন-এমপিও স্কুল ও কলেজকে এমপিওভুক্ত করার প্রক্রিয়া আবারও আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এই সিদ্ধান্তে দেশের হাজারো শিক্ষক-কর্মচারীর বেতন-ভাতা ও কর্মজীবনের অনিশ্চয়তা কাটবে বলে আশা করা হচ্ছে।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ জানিয়েছে, আগামী ১৪ জানুয়ারি থেকে অনলাইনে নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের আবেদন গ্রহণ শুরু হবে। আগ্রহী প্রতিষ্ঠানগুলো ২৫ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে।
বুধবার (৭ জানুয়ারি) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তিনি জানান, ২০২৫ সালে জারি করা নতুন এমপিও নীতিমালার আলোকে যোগ্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এমপিও তালিকায় অন্তর্ভুক্ত করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এমপিওভুক্তির পুরো প্রক্রিয়াটি ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে, যাতে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়। এ কারণে কেবল অনলাইনের মাধ্যমেই আবেদন গ্রহণ করা হবে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি ২০২৫-২৬ অর্থবছর থেকেই নির্বাচিত নতুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এমপিও সুবিধা ভোগ করতে পারবে। আবেদন সংক্রান্ত শর্তাবলি, যোগ্যতা এবং নীতিমালার বিস্তারিত তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সরকারের এই উদ্যোগকে শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাঁদের মতে, এর ফলে দেশের প্রান্তিক ও অবহেলিত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের আর্থিক অনিশ্চয়তা অনেকটাই দূর হবে।
সূত্র : জনকণ্ঠ







































