প্রচ্ছদ জাতীয় এবার লাইভে এসে আর্থিক সহায়তা চাইলেন তারেক রহমান

এবার লাইভে এসে আর্থিক সহায়তা চাইলেন তারেক রহমান

দলের নিবন্ধন কার্যক্রমের জন্য এবার ফেসবুক লাইভে এসে আর্থিক সহযোগিতা চাইলেন ‘আমজনতার দল’-এর সাধারণ সম্পাদক মো. তারেক রহমান। সোমবার (২৪ নভেম্বর) দুপুরে ব্যাংক হিসাব ও বিকাশ নগদ নাম্বারে এই সহযোগিতা চান তিনি। টাকা পাঠিয়ে নিশ্চিত হতে কল বা ভিডিও কলেরও পরামর্শ দেন তিনি।

লাইভ ক্যাপশনে ব্যাংক হিসাব ও বিকাশ নাম্বার দিয়ে তারেক লিখেন, ‘নিবন্ধনের কাজে আর্থিক সাহায্য চাই, দৃষ্টি আকর্ষণ করছি আমাদের শুভাকাঙ্ক্ষী ও ভালোবাসার ভাইদের। অনুদান পাঠান। নিশ্চিত হতে কল বা ভিডিও কল দিতে পারেন উপরের হোয়াটসঅ্যাপ এ, আমি নিজে রিসিভ করব।’

এছাড়াও ফেসবুক লাইভে তারেক বলেন, ‘গতকালকে ৩৭টি উপজেলা এবং আজকে প্রায় পাঁচটি উপজেলায় নির্বাচন কমিশনের লোকজন গিয়েছে এবং তদন্ত কাজ সম্পন্ন করেছে। সমস্য হলো নির্বাচন কমিশনের অফিসাররা না গিয়ে মেইলে হোয়াটঅ্যাপে ডকুমেন্টস চায় এবং বলে যেতে পারছি না। গতবার আমাদের বেশিরভাগ উপজেলায় না গিয়ে হোয়াটঅ্যাপে এবং মেইলে তথ্য নিয়েছিল এবং আমরা সেটার আউটপুট দেখেছি। সবগুলাই নেগেটিভ রিপোর্ট দিয়েছে। পরে তারা যখন বুঝতে পারল এখানে একটা জুলুম হয়েছে ফলে তারা পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেয়।

তারেক বলেন, ‘এই পুনরায় তদন্ত তাদের জন্যও কষ্টসাধ্য এবং আমাদের জন্যও কষ্টসাধ্য। এর একটা অর্থনৈতিক বিষয় আছে। আজকে তদন্তের শেষ দিন। আমাদের যেসব শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধারা আছেন, আমাদের এই আবেদন তাদের কাছে যারা আমাদেরকে মায়া করেন এবং লালন করেন। এখন পর্যন্ত আমাদের তিন ধাপে তদন্ত হয়েছে সেখানে ১৫ লাখ টাকা ব্যয় হয়েছে। এই ধাপে আমরা আরও বেশি ব্যয় করছি।’

এর আগে এক পোস্টে আমজনতার দল নেতাকর্মীদের চাঁদা ও জনগণের অনুদানে পরিচালিত একটি দল উল্লেখ করে তারেক লিখেন, ‘আপনাদের সহযোগিতায় নিবন্ধন কাজ, দলের কর্মসূচিসহ দলীয় কার্যালয় নির্মাণের কাজগুলো এগিয়ে নিয়েছি। আমরা এই সহযোগিতা অব্যাহত রাখতে বিনীত আবেদন জানাচ্ছি।’

সূত্র : সময়ের কণ্ঠস্বর