প্রচ্ছদ জাতীয় এবার মোদি বাংলায় বললেন, ‘এই সরকার পালানো দরকার

এবার মোদি বাংলায় বললেন, ‘এই সরকার পালানো দরকার

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছেন। রাজ্যের মালদহে এক নির্বাচনী জনসভায় শনিবার (১৭ জানুয়ারি) বাংলায় ভাষণ দিয়ে তিনি বলেন, ‘এই সরকার পালানো দরকার’ যা রাজ্য রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

সভায় প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকার অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দিচ্ছে এবং সাধারণ মানুষের অর্থ লুটপাটে জড়িত। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

এনডিটিভির এক প্রতিবেদনের বরাতে জানা গেছে, মোদি তার ভাষণে নতুন প্রজন্মের ভোটার বা ‘জেন জি’-এর প্রসঙ্গ টেনে বলেন, যুবসমাজ বিজেপির উন্নয়নমুখী রাজনীতির ওপর আস্থা রাখছে। উদাহরণ হিসেবে তিনি মুম্বাইয়ের বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) নির্বাচনে বিজেপির রেকর্ড জয়ের কথা উল্লেখ করেন।

প্রধানমন্ত্রী বলেন, মুম্বাইয়ের ভোটাররা যেভাবে উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন, ঠিক সেভাবেই পশ্চিমবঙ্গের মানুষও আসন্ন নির্বাচনে বিজেপিকে ক্ষমতায় আনবে। তার মতে, রাজ্যে প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন তৃণমূল কংগ্রেসকে পরাজিত করে বিজেপি সরকার গঠিত হবে।

মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ‘নিষ্ঠুর’ ও ‘হৃদয়হীন’ আখ্যা দিয়ে মোদি অভিযোগ করেন, রাজ্য সরকার কেন্দ্রীয় সহায়তা সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাধা সৃষ্টি করছে। তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করে বাংলার মানুষকে পিছিয়ে রাখা হচ্ছে।

অনুপ্রবেশ ইস্যুতে কড়া অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক স্বার্থে অনুপ্রবেশকারীদের রক্ষা করে রাজ্যের নিরাপত্তা ও শৃঙ্খলা বিপন্ন করছে তৃণমূল কংগ্রেস। বিজেপি ক্ষমতায় এলে এই পরিস্থিতির আমূল পরিবর্তন ঘটানো হবে বলেও তিনি আশ্বাস দেন।

এ সময় তিনি হিন্দু ও মথুয়া সম্প্রদায়ের উদ্বাস্তু এবং প্রতিবেশী দেশ থেকে আসা নির্যাতিত শরণার্থীদের অভয় দেন। নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে মোদি বলেন, এই আইন শরণার্থীদের নাগরিক অধিকার সুরক্ষার জন্যই প্রণীত।

নির্বাচনের কয়েক মাস আগে মালদহের এই জনসভা থেকে প্রধানমন্ত্রী মোদি মূলত উন্নয়ন, অনুপ্রবেশ রোধ এবং সিএএ এই তিনটি ইস্যুকেই বিজেপির নির্বাচনী প্রচারণার কেন্দ্রবিন্দু হিসেবে তুলে ধরেন।

সূত্র: এনডিটিভি