
ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ সাহাবুদ্দিন। রোববার সকাল ১০টা ৭মিনিটে ফোন করেন তিনি। নুরুল হক নুরের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়েছে।
ওই স্ট্যাটাসে বলা হয়, আজ (রোববার) সকাল ১০ টা ৭মিনিটে ফোন করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু। তিনি নুরুল হক নুরকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেন।
আরও বলা হয়, নুরের দ্রুত আরোগ্য কামনা করে রাষ্ট্রপতি নুরের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ জঘন্য হামলায় জড়িতদের ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে মর্মেও আশ্বস্ত করেছেন।
উল্লেখ্য, গত শুক্রবার রাত ৯টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) সঙ্গে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীদের ধাওয়া, পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে জাপা কার্যালয়ের সামনে সংঘর্ষের জেরে বিজয়নগরে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতা-কর্মীদের ওপর লাঠিচার্জ করে আইনশৃঙ্খলা বাহিনী। এতে রক্তাক্ত হন নুরুল হক নুর। এ সময় দলটির অন্তত আরও ৫০ জন নেতা-কর্মী আহত হন। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুর চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড।