বাংলাদেশ: বগুড়ায় এনআরবিসি ব্যাংকের একটি শাখার ভল্ট ভেঙে প্রায় ১০ লাখ টাকা চুরি হয়েছে। গতকাল শুক্রবার (২৬ জানুয়ারি) রাতের কোনো এক সময়ে ব্যাংকের বগুড়া সদর উপজেলার শাখারিয়া ইউনিয়নের পল্লীমঙ্গল হাট উপশাখায় এ ঘটনা ঘটে।
ব্যাংক কর্তৃপক্ষের বরাত দিয়ে বগুড়া সদর থানার পরিদর্শক (তদন্ত) শাহিনুজ্জামান বলেন, এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল হাট উপশাখায় কোনো নিরাপত্তাপ্রহরী ছিল না। গত বৃহস্পতিবার লেনদেনের পর প্রায় ১০ লাখ টাকা ভল্টে রেখে ২ দিনের সাপ্তাহিক ছুটিতে যান কর্মকর্তারা। এই সুযোগে দুর্বৃত্তরা গতকাল রাতের কোনো এক সময়ে ব্যাংকের ভল্ট ভেঙে ১০ লাখ টাকা লুট করে।
আজ শনিবার সকালে ব্যাংকের দরজা খোলা দেখে বিষয়টি জানাজানি হয়। টাকা উদ্ধার এবং দুর্বৃত্তদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। এনআরবিসি ব্যাংকের পল্লীমঙ্গল উপশাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম বলেন, তাঁদের শাখায় ১০ লাখ টাকা পর্যন্ত রাখার অনুমোদন ছিল। বৃহস্পতিবার ব্যাংকিং কার্যক্রম শেষে ৯ লাখ ৭৮ হাজার টাকা ভল্টে রাখা হয়েছিল।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |