প্রচ্ছদ জাতীয় এবার পরনারীর সঙ্গে সম্পর্কে নিয়ে মুখ খুললেন আবু ত্বহা নিজেই!

এবার পরনারীর সঙ্গে সম্পর্কে নিয়ে মুখ খুললেন আবু ত্বহা নিজেই!

জনপ্রিয় ইসলামী বক্তা আবু তোহা মুহাম্মদ আদনানকে ঘিরে গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে তুমুল বিতর্ক। স্ত্রী সাবিকুন নাহার সারাহর একাধিক ফেসবুক পোস্টে পরকীয়ার অভিযোগ ওঠার পর এবার নিজেই মুখ খুলেছেন আবু তোহা।

রবিবার (১৩ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি লেখেন— “কাবার রবের শপথ, আমি জিনাকার নই। মোহাম্মদের রবের কসম, আমি ব্যভিচারী নই। তারা আমাকে যত অপবাদ দিয়েছে, আমি সেসব থেকে মুক্ত। কোনো পরনারীর সঙ্গে আমার কোনো প্রকার হারাম সম্পর্ক নেই।”

তিনি আরও লেখেন, “স্বামী-স্ত্রী একে অন্যের জন্য মহব্বতের পবিত্র পোশাক। পোশাকের কাজই সতর ঢেকে রাখা—যদিও তা ক্ষতবিক্ষত হয়। স্বামী হিসেবে আমি আজীবন সেটাই করেছি, আজও করছি।”

এর আগে ২ অক্টোবর সাবিকুন নাহার সারাহ একটি ফেসবুক পোস্টে দাবি করেন, এক বিমানবালার সঙ্গে আবু তোহার অবৈধ সম্পর্ক রয়েছে এবং তার প্রতিষ্ঠানে নারীদের সঙ্গে অবাধ মেলামেশা করেন তিনি। পোস্টটি মুহূর্তে ভাইরাল হয় এবং তুমুল আলোচনার জন্ম দেয়। পরে তিনি পোস্টটি সরিয়ে নেন ও ক্ষমাও চান।

কিন্তু এক সপ্তাহ পর, ১১ অক্টোবর আবারও সেই পোস্টের বিষয়বস্তু পুনরায় প্রকাশ করেন সারাহ এবং কমেন্টে দেন বেশ কিছু বিস্ফোরক তথ্য ও ইঙ্গিতপূর্ণ বার্তা।

অভিযোগের জবাবে আবু তোহা লিখেছেন, “আমাকে একের পর এক মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে। আমার দোষ শুধু অতিরিক্ত ভালোবাসা আর ক্ষমা করতে জানা। অতীত টেনে সম্পর্ক ও দ্বীনকে ক্ষতিগ্রস্ত করা কোনো সমাধান নয়।”

তিনি আরও জানান, “বিষয়টি দেশের বরেণ্য আলেমদের উপস্থিতিতে শরীয়তসম্মত উপায়ে সমাধানের পথে হাঁটা হচ্ছে।”

তবে আবু তোহার পোস্টের পরই সাবিকুন নাহার পাল্টা পোস্টে নতুন অভিযোগ ও কিছু ছবি–ভিডিও প্রকাশ করেন, যা আবারও নতুন বিতর্ক সৃষ্টি করেছে সামাজিক মাধ্যমে।

সূত্র: জনকণ্ঠ