প্রচ্ছদ জাতীয় এবার জরুরি ঘোষণা সেনাপ্রধানের।

এবার জরুরি ঘোষণা সেনাপ্রধানের।

চ্যালেঞ্জ মোকাবিলায় আর্মি সার্ভিস কোর সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। খুলনা জেলার জাহানাবাদ সেনানিবাসে অবস্থিত আর্মি সার্ভিস কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এএসসিসি অ্যান্ড এস) আয়োজিত আর্মি সার্ভিস কোরের ৪৪তম বার্ষিক অধিনায়ক সম্মেলন ২০২৫-এ তিনি এই আহ্বান জানান।

মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান। অনুষ্ঠানে তিনি আর্মি সার্ভিস কোরের সকল অধিনায়কের উদ্দেশে বক্তব্য রাখেন এবং কোরের গৌরবময় ঐতিহ্য, নিষ্ঠা ও দেশমাতৃকার সেবায় অবদানের প্রশংসা করেন।

অনুষ্ঠানে জিওসি, আর্টডক; মহাপরিচালক, বিএমটিএফ; জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, যশোর এরিয়া; চেয়ারম্যান, সেনা কল্যাণ সংস্থা; সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ; কমান্ড্যান্ট, এএসসিসিএন্ডএস; বাংলাদেশ সেনাবাহিনীর আর্মি সার্ভিস কোরের সকল ইউনিটের অধিনায়কগণ এবং গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সূত্র : আরটিভি