প্রচ্ছদ হেড লাইন এবার ওবায়দুল কাদেরকে খুঁজছেন হিরো আলম

এবার ওবায়দুল কাদেরকে খুঁজছেন হিরো আলম

হেড লাইন: সম্প্রতি আওয়ামী লীগ নেতা ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে খুঁজছেন জানিয়ে আলোচিত ইউটিউবার হিরো আলম বলেছেন, আরাফাতকে পেলেই গণধোলাই দেবেন। এ বিষয়টি দেশজুড়ে বেশ আলোচিত হয়। উল্লেখ্য, ২০২৩ সালে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। সেই নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতের কাছে পরাজিত হন তিনি।

ওই নির্বাচনে প্রচারণা চালানোর সময় হিরো আলমের ওপর হামলার ঘটনা ঘটে। ওই দিন তার ওপর হামলাকারীদের মোহাম্মদ আলী আরাফাতের লোক বলে দাবি করেছিলেন হিরো আলম। এ ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার তিনি এবার তিনি খুঁজছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। আজ রাতে তিনি ‘সময়ের কন্ঠস্বরের এ প্রতিবেদককে ফোন করে বিষয়টি নিশ্চিত করেন। কারণ হিসেবে তিনি বলেন, ওবায়দুল কাদের একটি সভায় বলেছিলেন, জাতীয় সংসদকে খাটো করতে বিএনপি মো. আশরাফুল হোসেন ওরফে হিরো আলমকে উপনির্বাচনে প্রার্থী করেছিল।

ওই সভায় ওবায়দুল কাদের আরও বলেছিলেন, ‘ফখরুল সাহেব বললেন, রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে হিরো আলমকে হারানো হয়েছে। হায়রে মায়া! হিরো আলমের জন্য এত দরদ উঠল তাঁর। তিনি ভেবেছিলেন, হিরো আলম জিতে যাবে। কিন্তু হিরো আলম এখন জিরো হয়ে গেছে। হিরো আলমকে বিএনপি নির্বাচনে দাঁড় করিয়েছে। তারা সংসদকে ছোট করার জন্য হিরো আলমকে প্রার্থী করেছে। অবশেষে ফখরুলের স্বপ্ন ভঙ্গ হয়েছে। এই বক্তব্যর জের ধরে হিরো আলম বলেন, ওবায়দুল কাদের হয়তো জানে না হিরোকে কেউ কোনদিন জিরো বানাতে জানে না। হিরো হিরোই থাকে। খুব শখ ছিলো ওবায়দুল কাদেরের সাথে খেলবো কিন্তু সে শখ আমার শখই থেকে গেলো।