প্রচ্ছদ জাতীয় এনসিপি নেতাকে গুলির ঘটনায় আটক সেই নারীর পরিচয় জানা গেল

এনসিপি নেতাকে গুলির ঘটনায় আটক সেই নারীর পরিচয় জানা গেল

খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় আটক নারীকে শনাক্ত করেছে পুলিশ। মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) সোমবার রাতে আটক করেছে তনিমা ওরফে তন্বী নামের এক নারীকে। তিনি জাতীয় যুবশক্তির খুলনা জেলা শাখার যুগ্ম সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ৪ অক্টোবর যুবশক্তির জেলা কমিটিতে তন্বী ১ নম্বর যুগ্ম সদস্যসচিব হিসেবে মনোনীত হন। তন্বী বিবাহিত এবং তার স্বামীর নাম তানভির শেখ। তিনি দাবি করেছেন, বর্তমানে তিনি অন্তসত্বা।

পুলিশ জানায়, মো. মোতালেব শিকদারকে গুলি করার সময় তন্বী ওই বাসাতেই ছিলেন। বাসাটি গত নভেম্বর মাসে তিনি এবং এক যুবক স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়া নিয়েছিলেন। গুলির ঘটনার পর তারা আত্মগোপনে চলে যান। ঘটনায় মোতালেব শিকদার গুরুতর আহত হয়ে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে সিটি স্ক্যান করানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে মাদক ও নারীর ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে। আপাতত তদন্তের স্বার্থে বিস্তারিত প্রকাশ করা সম্ভব নয়। সিনিয়র অফিসারদের মাধ্যমে তন্বীকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র : জনকণ্ঠ