প্রচ্ছদ জাতীয় এনসিপি-জামায়াত-বিএনপির পর জাতীয় পার্টি ইস্যুতে যা বলল সরকার

এনসিপি-জামায়াত-বিএনপির পর জাতীয় পার্টি ইস্যুতে যা বলল সরকার

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে বিএনপি, জামায়াত ও এনসিপির প্রতিনিধিদল। রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে এনসিপির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পার্টির (জাপা) সাংগঠনিক কার্যক্রম স্থগিত করার বিষয়ে সরকারকে আরো বেশি কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আহ্বান জানানো হয়েছে।

জামায়াতের পক্ষ থেকে সাংবাদিকদের জানানো হয়, আওয়ামী লীগের বিষয়ে যেমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, জাতীয় পার্টির বিরুদ্ধেও সেভাবে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

তবে, বৈঠকের পর বিএনপির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় পার্টির রাজনীতি ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে কোনো আলোচনা হয়নি।

তিন দলের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলন করেছেন প্রেসসচিব শফিকুল আলম। জাতীয় পার্টি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোর বক্তব্য প্রধান উপদেষ্টা শুনেছেন।