
রাজধানীর গুলশানে সাবেক এক এমপির বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর স্বীকারোক্তিমূলক একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তিনি চাঁদাবাজিতে উপদেষ্টা আসিফ মাহমুদকে জড়িয়ে বক্তব্য দিয়েছেন। বিষয়টি নিয়েই গণমাধ্যমের সামনে কথা বলেছেন অপুর স্ত্রী। অপুর স্ত্রীর গণমাধ্যমের সামনে দেওয়া সেই বক্তব্যকে সামনে এনে এবার জাতীয় নাগরিক পার্টি এনসিপি সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন আমজনতার দলের শীর্ষ নেতা তারেক রহমান
আমজনতার তারেক তার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেটির শুরুতে জানে আলম অপুর স্ত্রীর বক্তব্যের একটি ভিডিও ক্লিপ দেখানোর পর তারেক বলেন, ‘এনসিপির পতন যতটুকু বাকি ছিলো, অপুর বউ বাকিটা সম্পূর্ণ করে দিলো।’ এরপর তিনি অপুর বউকে হঠাৎ মিডিয়ার সামনে নিয়ে আসার বিষয়ে বলেন, ‘যখন এনসিপির ওপর দ্বায় আসলো মানে আসিফ মাহমুদের, তখন এনসিপি এই সংবাদ সম্মেলনের ব্যবস্থা করে দিলো। আসলে স্ক্রিপ্ট এর বাইরে সত্য এভাবেই বেড়িয়ে আসে।’Travel guides
এরপর আমজনতার দলের শীর্ষ এই নেতা উপদেষ্ট আসিফ মাহমুদ সম্পর্কে মন্তব্য করে বলেন, ‘আসিফ অপুর বউকে দিয়ে বলাতে চেয়েছিলো, যে ইশরাক জোর করে জানে আলম অপুকে দিয়ে জোড় করে এই ভিডিও করিয়েছে। যদিও এটা একটা পরীক্ষার বিষয়, প্রমাণের বিষয়, করিয়েছে কি না। কিন্তু, এটা প্রমাণ হয়ে গেলো অপুর বউকে দিয়ে আসিফই এই সংবাদ সম্মেলন করালো। এই সরল স্বীকারোক্তি স্ক্রিপ্টের বাহিরে অপুর বউ বলেই দিলো। এবার ড. ইউনূস স্যার আসিফের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয় সেটিই দেখার বিষয়। নাকি আবারো সেটিই হবে, আসিফের বিরুদ্ধে অভিযোগ করা আর আকাশের ঠিকানায় চিঠি লেখা একই কথা।’Travel guides
অন্যদিকে জানে আলম অপুর অভিযোগ নাকচ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি দাবি করেছেন, চাঁদাবাজির ঘটনায় তার কোন সংশ্লিষ্টতা নেই।