প্রচ্ছদ সারাদেশ ‘এখনো মারা যাইনি, ছাদে আছি’, আগুন লাগা ভবন থেকে ফেসবুকে পোস্ট

‘এখনো মারা যাইনি, ছাদে আছি’, আগুন লাগা ভবন থেকে ফেসবুকে পোস্ট

রাজধানীর বেইলী রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টের ভবনে লাগা আগুনে আটকা পড়েছেন বহু মানুষ। আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কাজ করলেও ক্রমশ আতঙ্ক বাড়ছে। আটকে পড়া ওই দলের মধ্যে রয়েছেন স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক কামরুজ্জামান মজুমদার। তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন ” আমরা এখনো মারা যাইনি, ছাদে আছি। আল্লাহ আমাদের সাহায্য করবেন ইনশাআল্লাহ। কল নয় দোয়া করুন।”

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন পোস্ট দেন অধ্যাপক কামরুজ্জামান। এর আগে রাত ৯টা ৫০ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, “আজ (বৃহস্পতিবার) রাত ৯টা ৫০ মিনিটে রাজধানীর বেইলি রোডের কাচ্চি ভাই রেস্টুরেন্টে আগুন লাগার সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ঘটনাস্থলে আমাদের ১২টি ইউনিট কাজ করছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।”

এদিকে প্রত্যক্ষদর্শী একজন জানান, ভবনটির পাঁচতলা পর্যন্ত সব ফ্লোরে আগুন দেখা যাচ্ছে। মনে হচ্ছে ভেতরে অনেক লোক আটকা পড়েছে।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।