প্রচ্ছদ জাতীয় এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে নৌ-সেনা-বিজিবি

এখনো নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে নৌ-সেনা-বিজিবি

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) পাঁচ নম্বর রোডে ‘এডাম ক্যাট’ নামে একটি তাওয়েল ও মেডিকেল ইকুপমেন্ট তৈরির কারখানার আগুন চার ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি।

এর আগে দুপুরে দুইটার দিকে এ কারখানায় আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৪টি ইউনিট। পাশাপাশি যোগ দিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর পাঁচটি ইউনিট। এছাড়াও ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সেনাবাহিনী ও বিজিব সদস্যরাও।

তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কারখানা থেকে ২০-২৫ জন শ্রমিককে নিরাপদে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের উপ-পরিচালক মো. জসিম উদ্দিন বলেন, আটতলার ভবন এটি। এটা টেক্সটাইল কারখানা, এখানে প্রচুর পরিমাণে দাহ্য বস্তু আছে। কারখানার সপ্তম তলায় আগুন লাগার পর দ্রুত ষষ্ঠ, ও অষ্টম তলায় ছড়িয়ে পড়ে। ভেতরে যাওয়ার আমাদের জন্য কঠিন হয়ে পড়েছে। পাঁচতলা পর্যন্ত আমরা গিয়েছি। আমাদের টিম কাজ করছে। ভবনের চতুর্দিকের আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি।

ফায়ার সার্ভিস বলছে আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় আরো ইউনিট মোতায়েন করার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে বিশেষ যন্ত্রপাতিসহ একটি পরিবহন আনা হয়েছে। ওই কারখানায় মূলত তাওয়েল, মাথায় পরিধানের ক্যাপ ও মেডিকেল ইকুপমেন্ট তৈরি করা হতো। সেখানে কয়েকশ শ্রমিক কাজ করতো বলে জানা গেছে। ভবনের ভেতরে তুলা ও ক্যামিকেল (দাহ্য পদার্থ) রয়েছে। এতে আগুনের দাবানল দ্রুত পুরো ভবনের প্রত্যেকটি ফ্লোরে ছড়িয়ে পড়ে।

সরেজমিনে দেখা যায়, ধোঁয়ার কুণ্ডলিতে আশেপাশে ছেয়ে গেছে। স্থানীয়রা ভিড় জমালেও কাছে যেতে পারছেন না। আগুনের ধোঁয়ার সাথে তুলোসহ বিভিন্ন উপাদান উড়ে বাইরে এসে ঝুঁকি সৃষ্টি করছে। যেকোন সময় আগুন অন্য কোন ভবনে ছড়িয়ে পড়তে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্থানীয়দের দূরত্ব বজায় রাখতে নির্দেশনা দিচ্ছেন। তবে ১৬টি ইউনিট কাজ করলে আগুনের তীব্রতা বেশি হওয়ায় এখনও নিয়ন্ত্রণে আনার শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস।

আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক জসিম উদ্দিন জানান, আমরা ২৫ জনকে উদ্ধার করেছি। তবে আগুন লাগার সাথে সাথে সবাই দ্রুত ভবন ত্যাগ করেছেন। অনেকে বিভিন্ন কক্ষে আশ্রয় নিলেও ভীত অবস্থায় ছিল। আমরা তাদেরকে উদ্ধার করে বাইরে নিয়ে এসেছি।

চট্টগ্রাম ইপিজেডের নির্বাহী পরিচালক আবদুস সোবহান বলেন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত প্রাণহানি বা আহত হওয়ার কোনো সংবাদ পাওয়া যায়নি।