
চট্টগ্রামে ১১ বছর বয়সী এক শিশু ও তার মাকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ করিম নামে একজনকে গ্রেফতার করেছে নগরের খুলশী থানা পুলিশ।
শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন থানার ওসি মো. নেয়ামত উল্লাহ। এর আগে, বৃহস্পতিবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত করিম ভুক্তভোগীর নিকটাত্মীয় বলে জানা গেছে।
পুলিশ জানায়, অভিযুক্ত করিম ভুক্তভোগীর নিকটাত্মীয়। ফলে ঐ বাসায় নিয়মিত যাতায়াত ছিল তার। সে সুযোগে গত ২২ মে মাকে এবং ২০ এপ্রিল ১১ বছর বয়সী শিশু কন্যাকে ধর্ষণ করেন করিম।
ওসি মো. নেয়ামত উল্লাহ বলেন, ধর্ষণের অভিযোগে মোহাম্মদ করিমকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |