
সরকারি চাকরিজীবীদের জন্য ছুটি নিয়ে আছে বড় সুখবর। একদিন ‘ম্যানেজ’ করলেই সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী মাসের শুরুতেই পেতে পারেন টানা চারদিনের ছুটি।
সরকারি ছুটির তালিকা (প্রজ্ঞাপন) অনুযায়ী, আগামী ৪ ফেব্রুয়ারি পবিত্র শবে বরাত পালিত হওয়ার কথা। যদিও শবে বরাত চাঁদ দেখার ওপর নির্ভরশীল। তবে ধরে নেওয়া সময় অনুযায়ী যদি সেদিন শবে বরাত হয়, তবে বৃহস্পতিবার একদিনের ছুটি নিতে পারলেই মিলবে লম্বা ছুটি।
কেননা পরের দুইদিন শুক্র ও শনিবার। এই দুদিন সাপ্তাহিক ছুটি। অর্থাৎ, সবকিছু যদি ঠিক থাকে তবে বৃহস্পতিবার ছুটি নিতে পারলেই টানা চারদিনের ছুটি ভোগ করবেন সরকারি চাকরিজীবীরা।
উল্লেখ্য, আগামী ৪ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে ছুটি থাকবে বলে প্রজ্ঞাপনে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। যদিও এই ছুটি যে চাঁদ দেখার ওপর নির্ভরশীল সেটাও বলা আছে।












































