আজকের সেরা সংবাদ: আরামদায়ক আর দ্রুততম সময়ে ভ্রমণের জন্য অনেকের পছন্দের শীর্ষে বিমান। তবে সেই বিমানেই ঘটেছে এক লোমহর্ষক ঘটনা। একইসঙ্গে একটি রানওয়েতে চলে এসেছে দুটি বিমান। তবে অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন বিমানের যাত্রীরা। রোববার (০৯ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মুম্বাই বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। একই সময়ে দুটি বিমান রানওয়েতে চলে এসেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন। জানা গেছে, শনিবার ইন্ডিগোর একটি বিমানকে রানওয়েতে অবতরণের নির্দেশনা দেওয়া হয়। ঠিক একই সময়ে রানওয়েতে অবস্থান করছিল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। এয়ার ইন্ডিয়িার বিমানটি রানওয়ে ছাড়ার আগেই ইন্ডিগোর বিমানটিকে অবতরণের নির্দেশনা দেওয়া হয়। তবে দুটি বিমান কাছাকাছি হওয়ার আগেই এয়ার ইন্ডিয়ার বিমানটি রানওয়ে ছেড়ে যায়।
ডিরেক্টরেট অব সিভিল অ্যাভিয়েশন (ডিজিসিএ) জানিয়েছে, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে। এক বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, ইন্দোর থেকে ৬ই ৬০৫৩ ফ্লাইটটি মুম্বাইয়ে আসছিল। মুম্বাই এয়ার ট্রাফিকের সবুজ সংকেত পেয়ে বিমানটি অবতরণ করেছে। এ ঘটনায় মুম্বাই বিমানবন্দরে হইচই পড়ে গেছে। এমনকি বিমানবন্দরে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
Single most dangerous situation I’ve seen in an Indian airport. Don’t know how this happened in Mumbai yesterday, but the ATC needs to face jail time for this – unless the Indigo pilot disobeyed orders. pic.twitter.com/R1s6d7btzI
— Abhijit Iyer-Mitra (@Iyervval) June 9, 2024
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |