প্রচ্ছদ মিডিয়া এই বেয়াদব গুলোকে প্রতিদিন চাপড়ানো উচিত: জিয়া হাসান

এই বেয়াদব গুলোকে প্রতিদিন চাপড়ানো উচিত: জিয়া হাসান

আমার নাম রাখেন, নিন্দা জানানো জিয়া হাসান। কারন নিন্দা জানানো বাদে আমার কোন সক্ষমতা নাই।

ছাত্র দলের গনেশ চন্দ্র রায়ের ভিসির সাথে বেয়াদবির নিন্দা জানাইলাম ।
এই বেয়াদব গুলোকে প্রতি দিন চাপড়ানো উচিত। শিক্ষকদের সাথে ব্যবহারের এইটা কোন ভাষা হইতে পারেনা।
এই আচরন আগামী ক্ষমতায় আসলে তাদের রুপ কি হবে সেইটার একটা ড্রেস রিহারসাল মাত্র।
সরি।