
করেন তারা।
শিক্ষার্থীরা বলেন, শুক্রবার প্রশাসনিক ভবনের নাম কেটে ‘জমিদার ভবন’ নাম লিখে দেয় ‘অধিকার সচেতন শিক্ষার্থীবৃন্দ’-এর ব্যানারে বামপন্থি কিছু সংগঠনের নেতারা। এ ঘটনাকে কেন্দ্র করে সহকারী প্রক্টর নুরুল হামিদের সঙ্গে তীব্র বাগবিতণ্ডায় জড়ায় তারা। এরই প্রতিবাদে বিক্ষোভ করেছে ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা।
স্লাট গেমিংয়ের প্রতিবাদে নারী শিক্ষার্থীদের বিক্ষোভ
এদিকে একইদিন দুপুর ১টার দিকে ফেসবুকে নারী শিক্ষার্থীকে স্লাট শেমিংয়ের প্রতিবাদে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেছে বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা। এ সময় তারা ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। পাশাপাশি নারী শিক্ষার্থী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া স্লাট শেমিংয়ের প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।