প্রচ্ছদ জাতীয় আ.লীগ ভেবে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল ডিবি

আ.লীগ ভেবে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল ডিবি

কুমিল্লার বরুড়ায় ‘আওয়ামী লীগ নেতা’ বলে আব্দুল মোতালেব নামে এক বিএনপি নেতাকে নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিরুদ্ধে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাতে উপজেলার আড্ডা ইউনিয়নের ছোট পুটিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আব্দুল মোতালেব ছোট পুটিয়া এলাকার বাসিন্দা এবং ১২ নম্বর আড্ডা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বিএনপি নেতা আব্দুল মোতালেবকে তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুল মোতালেব দীর্ঘদিন ধরে বিএনপির সক্রিয় রাজনীতির সঙ্গে যুক্ত। সোমবার গভীর রাতে কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে আটক করে নিয়ে যায়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অপবাদ দিয়ে রাতের আঁধারে তাকে তুলে নেওয়া হয়।

আড্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি জাফর উল্যাহ চৌধুরী বলেন, আব্দুল মোতালেব আমাদের একজন একনিষ্ঠ ও পরীক্ষিত নেতা। ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটি আমি নিজে অনুমোদন করেছি। তিনি বিএনপি পরিবারের সন্তান— তাদের পুরো পরিবারই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

বরুড়া উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন কল্লোল বলেন, মোতালেব আমাদের দলের ত্যাগী নেতা। তাকে তুলে নেওয়ার পর আমরা ডিবি পুলিশকে জানিয়েছি— তিনি বিএনপির নেতা, আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই।

কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আব্দুস ছালাম বলেন, আমাদের কাছে তার কিছু ছবি রয়েছে। যেখানে তাকে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে দেখা গেছে। বিষয়টি যাচাইবাছাই করে দেখা হচ্ছে।

সূত্র : কালবেলা