
চাঁপাইনবাবগঞ্জে আলোচিত অপারেশন ঈগল হান্ট মামলার আসামি আ.লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে ডিম মারতে আসা পিটুনির শিকার হয়েছেন এক ছাত্রদল নেতা। পিটুনির শিকার সেতাউর রহমান জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক।
বুধবার (৩০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানার সামনে এ ঘটনা ঘটে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আব্দুল ওদুদ জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি বিরোধী অভিযান ‘অপারেশন ঈগল হান্ট’ মামলায় শিবগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সালাম, ছাত্রলীগের সহ-সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ ও যুবলীগ নেতা আবুল কালাম আজাদ জামিন আবেদন করেন। জেলা দায়রা জজ মিজানুর রহমান অতিরিক্ত জেলা দায়রা জজের কাছে হস্তান্তর করে। পরে জামিন শুনানি শেষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আসামির জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন।
সরেজমিনে দেখা যায়, হাজতখানার সমনে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাদের আসার খবর পেয়ে আদালত প্রাঙ্গণে জড়ো হতে থাকে ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় আদালতের সামনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। আসামিদের আদালতের হাজতখানা থেকে বের করার সময় ছাত্রদল কর্মীরা আসামিদের লক্ষ্য করে ডিম ছুঁড়ে মারে। এ সময় সদর মডেল থানার ওসি মতিউর রহমানের উপস্থিতিতে জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সেতাউর রহমানসহ ৫-৬ জন নেতাকর্মীকে টেনে হিঁচড়ে মারধর করতে করতে আদালতের হাজতখানার নিয়ে যায় পুলিশ। এ সময় তাদের কিল, ঘুষি, লাথিও মারে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, পরিস্থিতি শান্ত করার জন্য তাদের হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার বা আটক করা হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেয়া হবে।