বাংলাদেশের ট্যাংকের বহর ভারতীয় সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে বলে গুজব ছড়িয়েছে। সামাজিক মাধ্যম এক্সের কিছু একাউন্ট থেকে ছড়ানো হচ্ছে এসব গুজব।
তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ফ্যাক্টওয়াচ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে।
‘আয়রণক্লাড (Ironclad)’ নামের ভেরিয়ায়েড একটি এক্স অ্যাকাউন্ট থেকে ট্যাংকের বহরের একটি ছবি প্রকাশ করে জানানো হয় ‘বিপুল সংখ্যক বাংলাদেশি ট্যাংক ভারতীয় সীমান্তের দিকে যেতে দেখা গেছে’। এছাড়া ‘পিএসওয়াইওয়ার ব্যুরো (PSYWAR Bureau)’ আরেকটি অ্যাকাউন্টে দাবি করা হয় ‘পাকিস্তান থেকে হাজার হাজার আর্টিলারি শেল এবং গোলাবারুদ সংগ্রহ করে ভারতীয় সীমান্তের কাছে ট্যাংক ও সাজোয়া যান মোতায়েন করেছে বাংলাদেশ সেনাবাহিনী’। এরপরে বহু একাউন্টে সেগুলো শেয়ার হয়।
ফ্যাক্টওয়াচ প্রতিবেদনে বলা হয়েছে, ওইসব একাউন্ট থেকে ছড়ানো ছবি ২০১৭ সালের, যা বাংলাদেশের সামরিক সক্ষমতার সংবাদে বিভিন্ন গণমাধ্যমে ব্যবহৃত হয়েছে।
এছাড়া এধরণের কোনো খবর দেশি-বিদেশি মিডিয়াতে আসেনি। ফলে এই ছবি দিয়ে ‘বাংলাদেশের ট্যাংকগুলো ভারতের দিকে যাচ্ছে’ এমন দাবি মিথ্যা ও গুজব বলে চিহ্নিত করেছে ফ্যাক্টওয়াচ।
সুূত্রঃ চ্যানেল আই
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |