সাভারের আশুলিয়ায় ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট বৃদ্ধির ঘোষণা প্রত্যাখান করে বাৎসরিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃদ্ধির দাবিতে বুধবার সকালে শ্রমিক অসন্তোষের পর কারখানাগুলো বন্ধের ঘোষণা দেওয়া হয়।
শিল্প পুলিশ জানায়, বুধবার সকালে আশুলিয়ার নরসিংহপুরসহ আশপাশের এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকেরা সকালে কারখানায় প্রবেশ করে সরকার ঘোষিত বাৎসরিক ইনক্রিমেন্ট প্রত্যাখ্যান করে বাৎসরিক ১৫ শতাংশ ইনক্রিমেন্ট বৃষ্টির দাবিতে কর্মবিরতি পালন শুরু করে। পরবর্তীতে ওই এলাকার অন্তত ১২টি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করে মালিক পক্ষ।
এ বিষয়ে শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মুমিনুল ইসলাম ভূইয়া বলেন, শ্রমিক অসন্তোষের কোনো ধরনের সংঘর্ষ বা ভাঙচুরের ঘটনা ঘটেনি। যে কোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে। |