
জুলাই-আগস্টে গণ-আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর আগে তাদের কিভাবে হত্যা করা হয়েছিল, সেই সংক্রান্ত নতুন ভিডিও চিত্র পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। আর এই ভিডিও চিত্র এবং এসংক্রান্ত তথ্য যাচাই-বাছাই, পর্যালোচনা করার জন্য ধার্য দিনে মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি তারা।
বিষয়টি উল্লেখ করে সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক মাসের সময় চেয়ে আবেদন করেন প্রসিকিউশন। আবেদনে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, প্রসিকিউটর প্রসিকিউটর বি এম সুলতান মাহমুদ ও প্রসিকিউটর ফারুক আহাম্মদ।
চিফ প্রসিকিউটর শুনানিতে বলেন, এই মামলার তদন্ত শেষ পর্যায়ে। যাচাই-বাছাই চলছে। এই পর্যায়ে এই হত্যাকাণ্ডের একটি নতুন ভিডিও পাওয়া গেছে। তাই তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরো এক মাস সময় প্রয়োজন। পরে ট্রাইব্যুনাল সময়ের আবেদনটি মঞ্জুর করে আগামী ২৫ মে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তারিখ ধার্য করেন।
আদেশর পর এ নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম। তিনি বলেন, ‘আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় তদন্ত রিপোর্ট দাখিলের জন্য দিন ধার্য ছিল।
কিন্তু আমরা যখন তদন্ত প্রতিবেদন প্রস্তুত করছিলাম, সেই মুহূর্তে হঠাৎ করে একটা তথ্য আসে এবং আমরা একটি ভিডিও শনাক্ত করি। সেই ভিডিওটি আমরা উদ্ধারও করেছি। ভিডিওতে দেখা গেছে, কারা কিভাবে হত্যা করেছে। সে বিষয়টি আমাদের সামনে এসেছে। অর্থাৎ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম, যাদের লাশ পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিও।
ফলে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার। এ জন্য আমরা এক মাস সময় চেয়েছিলাম। ট্রাইব্যুনাল আবেদনটি মঞ্জুর করেছেন। আগামী ২৫ মে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।’
এক প্রশ্নে মিজানুল ইসলাম বলেন, ‘তদন্ত একটি চলমান প্রক্রিয়া। তদন্তে নতুন নতুন তথ্য আসে। অধিকতর তদন্ত পরেও হতে পারে। নতুন কোনো তথ্য যদি আমাদের সামনে আসে, সেই তথ্য ইগনোর করে তো আমরা তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারি না। পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এবং ন্যায়বিচারের স্বার্থে এই সময়টা প্রয়োজন। এটা বিচারকে বিলম্বিত করার জন্য নয়। ন্যায়বিচারকে প্রতিষ্ঠা করার জন্য।’
এ ছাড়া অন্য মামলায় গ্রেপ্তার নরসিংদীর এক ছাত্রলীগ নেতাকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখাতে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। ট্রাইব্যুনাল তাকে জেলহাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে জানান মিজানুল ইসলাম।
ছাত্র-জনতার গণ-আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর আশুলিয়ায় ৬ জনের লাশ পোড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফরমে ছড়িয়ে পড়ে।
গত ১৫ এপ্রিল চিফ প্রসিকিউটর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেছিলেন, এটি গত বছরের ৫ আগস্টের ঘটনা। ৬ তরুণকে গুলি করে হত্যার পর পুলিশ তাদের লাশ পুড়িয়ে দেয়। যখন লাশগুলোতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হচ্ছিল, তখনো একজন জীবিত ছিলেন।
এ ঘটনায় হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ১৫ এপ্রিল তিন পুলিশ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইব্যুনাল। তারা হলেন ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও সাবেক ডিবি পরিদর্শক মো. আরাফাত হোসেন।
জুলাই-আগস্টের গণআন্দোলনে গণহত্যা ও মানবতাবিরোধী অপারধের অভিযোগে যেসব মামলা হয়েছে, তার মধ্যে এখন পর্যন্ত একটি মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করতে পেরেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। গত ২০ এপ্রিল চিফ প্রসিকিউটরের কার্যালয়ে এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। তদন্তাধীন অভিযোগগুলোর মধ্যে এটিই প্রথম তদন্ত প্রতিবেদন। প্রসিকিউশনের তথ্যমতে, আরো ৩৮টি অভিযোগের তদন্ত চলছে।
সূত্র: ইনকিলাব