প্রচ্ছদ জাতীয় আল্লাহর দোহায় লাগে, এই পরিস্থিতিতে আমাকে একটু আপনাদের পাশে দাঁড়াতে দিন: তৌহিদ...

আল্লাহর দোহায় লাগে, এই পরিস্থিতিতে আমাকে একটু আপনাদের পাশে দাঁড়াতে দিন: তৌহিদ আফ্রিদি

জাতীয়:স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের জেলা ফেনী। জেলার ছাগলনাইয়া, ফুলগাজী ও পরশুরাম উপজেলার পরিস্থিতি সবচেয়ে বেশি খারাপ। বন্যা দুর্গতদের সহযোগিতায় উপজেলা ও জেলা প্রশাসনের পাশাপাশি সহযোগিতার জন্য পৌঁছেছে সেনাবাহিনী ও কোস্টগার্ড। দেশের বিভিন্ন প্রান্ত থেকে স্বেচ্ছাসেবীরাও সেখানে যাচ্ছেন।

এমন মানবিক কাজে এগিয়ে এসেছেন জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি। বানভাসি মানুষদের হাতে হাতে সাহায্য পৌঁছে দিতে কাজ করে যাচ্ছেন তৌহিদ আফ্রিদি।

এমনই ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যেখানে তিনি সবার উদ্দেশ্যে একটি পোস্ট শেয়ার করেছেন যা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো…

আসসালামুআলাইকুম।

আল্লাহর দোহায় লাগে, এই পরিস্থিতিতে আমাকে একটু আপনাদের পাশে দাঁড়াতে দিন । যা শুনছেন, যা দেখছেন আপাতত সেগুলো নিয়ে আমাকে যা ইচ্ছা বলেন, গালি দিন, আমি মাথা পেতে নিবো । সেসব নিয়ে এখন কথা বলতে চাই না । কিন্তু এই সময়ে দয়া করে আমাকে একটু পাশে দাঁড়াতে দিন।

আমার আসলে নিজের কোনো টাকা নেই। যা আছে সব আপনাদের টাকা । আপনারাই আমার ভিডিও দেখেছেন, সেখান থেকেই যে টাকা Revenue আসছে, সেটা দিয়েই আমি যতটুকু পারছি সাহায্য করার চেষ্টা করতেছি ।
আমরা ফেনীর উদ্দেশ্যে রওনা হচ্ছি ।
সাথে খাবার থাকছে, Life jacket থাকছে, আর কিছু Emergency Medicine।
আমাদের সাথে একজন ডক্টরও যাচ্ছেন যাতে জরুরী প্রয়োজনে উনি চিকিৎসা দিতে পারেন।
আমাদের ইনফ্লুয়েন্সার ভাইয়েরা যারা সাহায্য করতে যাচ্ছেন , আপনারা সবাইকে একটু সাপোর্ট করেন ।
কাঁধে কাঁধ মিলিয়ে সবাইকে সাহায্যের জন্য এগিয়ে যেতে একটু সাপোর্ট দিন । আমি আপনাদের হাত জোর করছি ।
আমাদের আরো কিছু Life Jacket দরকার, এবং কয়েকজন ডক্টর দরকার । আমাদের টাকার দরকার নাই । আপনার শুধু Information দিলেই হবে ।
আর স্পিডবোট এর মালিক ভাইয়েরা আপনারা একেকটা স্পিডভোটের ভাড়া যেটা চাচ্ছেন সেটা দিয়ে মনে হয় একটা আস্ত স্পিডভোটই কেনা যাবে। দয়া করে এমন সময়ে এসে এসব করবেন না। যায়হোক আলহামদুলিল্লাহ আমরা Enough ট্রলার মেনেজ করতে পারছি ।
আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বার গুলোতে কল দিতে পারেন ।
01641966936
01810865765
আর আপনার যারা টাকা দিয়ে সহযোগীতা করতে চাচ্ছেন দয়া করে ফেইসবুকে As sunnah Foundation এর সাথে যোগাযোগ করুন ।
হে আল্লাহ! আপনি হযরত নূহ আ: এর পক্ষে আকাশ ও জমিনকে যেভাবে আদেশ করেছেন আমাদের পক্ষেও সেরূপ রহম করুন ।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।