প্রচ্ছদ হেড লাইন আমেরিকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আবারো বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করবে?

আমেরিকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, আবারো বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করবে?

হেড লাইন: আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে ফের হোয়াইট হাউসের গদিতে বসবেন তিনি। তার আগে আমেরিকা সফরে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। তবে কি আবারো বাংলাদেশের বিরুদ্ধে নালিশ করবে ভারত? জানা গেছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহ নানা বিষয়ে আলোচনা করার কথা রয়েছে তার। এই সফরের মধ্যে দিয়ে ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে বলে আশা জয়শংকরের। একই সঙ্গে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গ ওঠে কি না সেদিকেই নজর থাকবে সকলের। পিটিআই সূত্রে খবর, জয়শংকরের এই সফর ৫ দিনের। আজ মঙ্গলবার থেকেই আমেরিকায় তার কর্মসূচি শুরু হবে। ২৯ ডিসেম্বর পর্যন্ত তিনি থাকবেন ওয়াশিংটনে।

গতকাল এক বিবৃতিতে জয়শংকর জানান, ‘২৪ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত আমেরিকায় থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। এই সফরে তিনি দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন। বৈঠকে বসবেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত ও পররাষ্ট্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে।’ জানা গেছে, এই সফরে জয়শংকর বিদায়ী মার্কিন বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে বৈঠক করবেন। পাশাপাশি তিনি সাক্ষাৎ করতে পারেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে। তাদের কাছে পৌঁছে দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা। মনে করা হচ্ছে, এই সফরে জয়শংকর বাংলাদেশের পরিস্থিতি নিয়েও বিস্তারিত আলোচনা করতে পারেন।

এর আগে, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কড়া বার্তা দিতে দেখা গিয়েছে ট্রাম্পকে। এছাড়া, শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে দিল্লিকে সরকারিভাবে চিঠি দিয়েছে ঢাকা। যা নিয়ে এখনই কোনও মন্তব্য করতে রাজি নয় বিদেশমন্ত্রক। এই আবহে জয়শংকরের আমেরিকা সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকদের একাংশ।

সূত্র: জনকণ্ঠ । Janakantha

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।