প্রচ্ছদ আর্ন্তজাতিক আমেরিকায় দূতাবাসে ভারতীয় কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

আমেরিকায় দূতাবাসে ভারতীয় কর্মকর্তার রহস্যজনক মৃত্যু

আমেরিকার ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস প্রাঙ্গণে ভারতের এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বুধবার ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুর কারণ জানতে তদন্ত করছেন মার্কিন গোয়েন্দারা। ধারণা করা হচ্ছে, ওই কর্মকর্তা আত্মহত্যা করেছেন।

ভারতীয় দূতাবাস শুক্রবার ওই কর্মকর্তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। তবে এ নিয়ে তারা বিস্তারিত কোনো তথ্য দেয়নি।

এক বিবৃতিতে আমেরিকার ভারতীয় দূতাবাস জানায়, গভীর দুঃখের সাথে আমরা নিশ্চিত করতে চাই, ভারতীয় দূতাবাসের একজন সদস্য বুধবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় মারা গেছেন। আমরা সংশ্লিষ্ট সংস্থা এবং পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করছি, যাতে দ্রুত মরদেহ ভারতে পাঠানো যায়।

সম্প্রতি যুক্তরাষ্ট্রপ্রবাসী খালিস্তানপন্থী নেতা গুরপতবন্ত সিং পান্নুন হত্যার ষড়যন্ত্র মামলায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে তলব করেছেন যুক্তরাষ্ট্রের আদালত। সেই সঙ্গে তলব করা হয়েছে ভারতের রিসার্চ অ্যান্ড অ্যানালিটিক্যাল উইংয়ের (র) সাবেক প্রধান সামন্ত গোয়েল, ওই সংস্থার এজেন্ট বিক্রম যাদব ও ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে। ২১ দিনের মধ্যে তাঁদের এই সমনের জবাব পাঠানোর নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ নিউইয়র্ক জেলা আদালত।

পান্নুনকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ভারতীয় ব্যবসায়ী নিখিল গুপ্তকে গত বছরের জুন মাসে চেক প্রজাতন্ত্র থেকে গ্রেপ্তার করা হয়। পরে যুক্তরাষ্ট্রের অনুরোধে তাঁকে দেশটিতে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, পান্নুনকে হত্যা করতে নিখিল এক ভাড়াটে খুনি জোগাড় করেন। তাঁকে তিনি ১৫ হাজার ডলার অগ্রিম দিয়েছিলেন। সেই ব্যক্তি আবার ছিলেন একজন ছদ্মবেশী এজেন্ট।

যুক্তরাষ্ট্রের মতো ভারতের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ এনেছে কানাডাও। সেখানে খুন হন হরদীপ সিং নিজ্জর নামের আরেক খালিস্তানি নেতা। যুক্তরাষ্ট্রের অভিযোগকে গুরুত্ব দিলেও কানাডার অভিযোগ ভারত শুরু থেকেই মানেনি। কানাডা তদন্তে সহযোগিতা চাইলেও ভারত গা করেনি। শুরু থেকেই ওই অভিযোগ অস্বীকার করে এসেছে।

সুূূত্রঃ Independent Television

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।