প্রচ্ছদ জাতীয় আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান: চার বিয়ে নিয়ে মন্তব্য করা তুলি

আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান: চার বিয়ে নিয়ে মন্তব্য করা তুলি

ঢাকা-১৪ থেকে বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া সানজিদা ইসলাম তুলির সম্প্রতি ৪ বিয়ে নিয়ে করা একটি মন্তব্য ঘিরে বিতর্কের তৈরি হয়েছে। বিতর্কের পর বিষয়টি নিয়ে কথা বলেন তুলি। তিনি বলেন, আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী মুল্যবোধে বিশ্বাসী।

শুক্রবার রাতে নিজের ফেসবুকে দেওয়া পোস্টে তিনি আরও বলেন, আজ নারীর অধিকার নিয়ে বলতে গিয়ে আমি চার বিয়ের ব্যাপারে ইসলামের বিধানের বিরুদ্ধে কিছু বলিনি।

তিনি বলেন, কুরআন ও সুন্নাহতে একাধিক বিয়ের অনুমতি আছে, তবে শর্ত হলো ন্যায়বিচার (সুরা নিসা ৪:৩)।

তুলি আরও বলেন, ইসলামে একজন পুরুষ সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারে, তবে কঠোর শর্ত হলো—প্রতিটি স্ত্রীকে সময়, অর্থ, অধিকার ও মর্যাদায় পূর্ণ সমান ন্যায়বিচার করতে হবে। কুরআন স্পষ্ট নির্দেশ দেয়: যদি ন্যায়বিচার করা সম্ভব না হয়, তবে “একটিতেই সীমাবদ্ধ থাকো” (সূরা আন-নিসা ৪:৩)। রাসুল ﷺ বলেছেন, “বিয়ে প্রকাশ করে করো” (তিরমিজি)।

তিনি বলেন, আমাদের বুঝতে হবে—ইসলাম নারীর সম্মান, অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই শুধুমাত্র আইনের একটি অংশ ধরে নয়, পুরো নির্দেশনা অনুসারে চলা জরুরি। সমাজের দায়িত্ব হলো নারীর সকল অধিকার নিশ্চিত করা এবং তাদের প্রতি সম্মান বজায় রাখা। তাই আমার বক্তব্য ছিল শুধু এই—আমাদের বোনদের ধোঁকা দিয়ে লুকিয়ে বিয়ে করা, তাদের হক থেকে বঞ্চিত করা এবং প্রতারণা করা ইসলামের শিক্ষা নয়। ইসলাম ন্যায়, স্বচ্ছতা ও আমানতের ওপর জোর দেয়, প্রতারণার ওপর নয়।

দুঃখ প্রকাশ করে তুলি বলেন, দয়া করে আমার বক্তব্যকে ভুলভাবে বা ভিন্ন ব্যাখ্যায় উপস্থাপন করবেন না। আমি সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান এবং ইসলামী মুল্যবোধে বিশ্বাসী। কেউ ধর্মীয়বোধে আঘাত পেলে আমি আন্তরিকভাবে অনুতপ্ত।