প্রচ্ছদ সারাদেশ আমার ছেলে কখনও ভিডিও কলে কথা বলতো না, হঠাৎ সে কল দেয়,...

আমার ছেলে কখনও ভিডিও কলে কথা বলতো না, হঠাৎ সে কল দেয়, অতঃপর…

সারাদেশ: রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে নিহতদের তালিকায় রয়েছে নারায়ণগঞ্জের ২ জন। তারা হলেন- ভূঁইগড় পশ্চিমপাড়া এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে শান্ত ও নারায়ণগঞ্জের কুরবান আলির মেয়ে রিয়া। শান্ত বেইলি রোডে গ্রিন কাজি কটেজ ভবনের একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। অপরদিকে রিয়া খাতুন পড়াশোনা করতেন মালয়েশিয়ায়। শনিবার (২ মার্চ) ফিরে যাওয়ার কথা ছিল রিয়া খাতুনের। মালয়েশিয়ায় ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা করতেন রিয়া।

শান্ত হোসেনের মা লিপি আক্তার বলেন, ‌‌‘আমার ছেলে কখনও ভিডিও কলে কথা বলতো না। গতকাল রাতে হঠাৎ সে ভিডিও কল দেয়। পরিবারের সবার খোঁজখবর নেয়। আমি তাকে জিজ্ঞেস করি তোমার কিছু হয়েছে? সে কিছু হয়নি বলে ফোন রেখে দেয়। পরে শুনি তার অফিসে আগুন লেগেছে।’

শান্তর ভাই প্রান্ত হোসেন বলেন, ‘রাতে মোবাইলে দেখি ঢাকার বেইলি রোডে আগুন লেগেছে। তখন মনে পড়েছে আমার বড় ভাই তো সেখানে চাকরি করে। আমি সঙ্গে সঙ্গে ভাইয়ের মোবাইলে কল দিলে ফোন বন্ধ পাই। পরে তার সঙ্গে থাকা একজনকে কল দিলে পুলিশ কল ধরে বলে মরদেহ হাসপাতালে রয়েছে। পরে সকালে মরদেহ নিয়ে বাড়িতে চলে আসি।’ মেয়েকে হারিয়ে একেবারে নিস্তব্ধ রিয়া ফ্যাশনের মালিক কুরবান আলী। স্বজনরা জানায়, কুরবান আলির দুই মেয়ে। বড় মেয়ের নামে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। সেই মেয়ে অকালে চলে গেলো।

প্রকাশিত/প্রচারিত সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও জনপ্রিয় সাইট থেকে হুবহু কপি করা। তাই দায়ভার মুল পাবলিশারের। এরপরও কোন অভিযোগ বা ভিন্নমত থাকলে আমাদেরকে জানান আমরা যথাসাধ্য চেষ্টা করব সমাধান করে নিতে।